একটা কালো মেয়ের খোঁজ কেউ কি দিতে পারো আমায় ??
যার রক্তের স্রোতে
হৃৎপিণ্ডের অলিন্দে অলিন্দে বয়ে চলে আদিম থেকে নব-নবীনের সৃষ্টির উল্লাস,
যার দেহের গড়ন কোন অজানা শিল্পীর হাতে গড়ে ওঠা কালো পাললিক শিলার অপার ভাস্কর্যের মদিরতায় মত্ত করে কাঙ্খিত কোন পুরুষের হৃদয়,,,
যার সৌন্দর্য মোনালিসা, ক্লিওপেট্রার রহস্যময়ী ব্যক্তিত্বময় সৌন্দর্যের প্রতীক,,,
যার গালদুটো খাদান থেকে তুলে আনা সদ্য পাথুরে কয়লার মতো হবে
চোখদুটোয় ভরে থাকবে নিখাদ অন্তরঙ্গ প্রেম
যার গভীরতা মাপতে মাপতে কেটে যাবে বহুযুগের ইতিহাসের পাতার দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ,,,
যার শারীরিক বিভঙ্গ এখনও পর্যন্ত গনগনে আঁচে ফেলে বাড়ির শোকেসে সাজিয়ে রাখার উপযোগী কোন শোপিসে পরিনত করা হয়নি,,,,
সে এখনও কাজ করে চলেছে
গ্রাম থেকে শহরের আলপথ বেয়ে কলকারখানা, ইটভাটা, কিংবা কোন পাথুরে ভূমির অন্ধকার খাদানে
নয়তো বা রেডলাইট অঞ্চলের করাল বিষ পান করে এ সমাজকে কিছুটা হলেও বিষমুক্ত করে চলেছে নীলকন্ঠের মত
অর্ধনারীশ্বর বেশে।।
ওর ঠোঁট দুটো গ্রাফাইটের মতো হলেও তাতে লেগে থাকবে রক্তের ছোপ
তাকে কাঠের ছাঁচে ভরে শিল্পীর ক্যানভাসের জন্য কালো রঙের পেন্সিল তৈরি করে
গড়ে উঠেছে অসাধারণ দক্ষতার অবর্ণনীয় কতশত শিল্পকর্ম,,,
ওর ঘন কেশের সজ্জা অরন্যের রাত্রির মতো,,,
যাকে চোরাশিকারির ট্রাকের আলো ঝলমলে করে হিউম্যান ট্রাফিকিংয়ের কন্টক মৃত্যুপুরীর ফাঁদে করেছে ছিন্ন ভিন্ন।।
ওর নাভীর আকার শামুকের খোলার মতো প্যাঁচানো
ওর নিটল কালো শারীরিক বিভঙ্গ
অন্যমনস্ক কোনো মানুষকে আজও আকৃষ্ট করে
যেমন বহুযুগ আগে করেছিল আদমকে ইভের প্রতি!
এখনও পর্যন্ত নগ্ন সভ্যতার পায়ের চাপে গুঁড়িয়ে যায়নি প্রাগৈতিহাসিক যুগের থেকে আগত সেই রহস্যময়ীর সৌন্দর্য
হারিয়ে যায়নি প্রাকৃতিক আদিম প্রস্তরীভূত নারী রূপ!
ওর বুকটা গ্রীষ্মের কলকাতার পিচগলা রাস্তার মতোন মনে হয়
যার ওপর পড়েছে চলন্ত ট্রাফিকের দাগ
সমাজের ব্যাভিচারের কালশিটে দাগগুলো এখনো অবধি পিঠ, হাত-পায়ে চেপে বসে আছে তার,
ওই কালো শরীরে লাল রক্ত জমাট বেঁধে আবার কালো হয়ে গেছে
ওকে যে এখনও চলতে হবে বহুদূরের পথ
নতুন সমাজে লিখতে হবে নতুন সম্পর্কের আরও অনেক ইতিহাস
এরকম মেয়ে খুঁজে পেলে জানিও আমায় একটি বার,
ওর হাত ধরে হারিয়ে যাবো পাহাড়ের দেশে
হয়তো ফিরবো না কখনো
আদিম পাহাড়ের কালো পাথরের সাথে মিলিয়ে যাবে ওর গায়ের রঙ,,,
মিলিয়ে যাবে অব্যক্ত যন্ত্রনার ইতিহাস!
শুনেছি আদিম মানুষের বুকে সভ্যতা বাসা বাঁধতে পারেনি বহুকাল,
ওদের বুকের লোমকূপে কংক্রিটের নিঃশ্বাস অহরহ আঘাত করতে পারেনি।।