এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ জুলাই : বিহারের বাসিন্দা এক ভবঘুরে প্রৌঢ়াকে উদ্ধার করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠালো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । শুক্রবার রাতে কাটোয়ার নতুনগ্রামের কাছে মহিলাকে উদ্ধার করে প্রথমে থানায় আনা হয় । আজ শনিবার তাকে কাটোয়া পুরসভা পরিচালিত ভবঘুরেদের জন্য আশ্রয়স্থল ‘ঠিকানা’য় পাঠিয়ে দেওয়া হয় । পুলিশ জানতে পেরেছে,বছর পঞ্চান্ন বয়স্ক ওই মহিলা নাম মুন্নিদেবী। তার বাড়ি বিহারের পাটনা জেলার কৃষ্ণদেবপুর এলাকায় । তবে এর বেশি কিছু জানাতে পারেননি মহিলা ।
জানা গেছে,মহিলাকে শুক্রবার রাতে খাজুরডিহি পঞ্চায়েতের নতুনগ্রামের কাছে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন কর্তব্যরত ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারা ৷ তারাই বিষয়টি আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়কে জানান । এরপর আইসির নির্দেশে মহিলাকে উদ্ধার করে থানায় আনা হয় । প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গণধোলাইয়ের ঘটনা সামনে আসছে । কোথাও কোথাও চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে । পুলিশ ওই প্রৌঢ়াকে ঠিক সময়ে উদ্ধার না করলে চোর বা ছেলেধরা গুজবে তারও বেঘোরে প্রাণ চলে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা ।।