এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১১ জুলাই : একটি উচ্চ বিদ্যালয়ে স্কুলে ক্লাস চলছিল । হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে । অল্প সময়ের মধ্যেই শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত । সেই সময় বিদ্যালয় চত্বরের একটি গাছে বজ্রপাত হয় । এদিকে বজ্রপাতের বিকট শব্দের জেরে গাছের কাছে থাকা ষষ্ঠ শ্রেণীর ক্লাসরুমের কয়েক ডজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে । আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল এলাকার ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে । স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তড়িঘড়ি ৩০-৩৫ জন অসুস্থ পড়ুয়াকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । খবর পেয়ে হাসপাতালে ভিড় জমান অবিভাবকরা । ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷
জানা গেছে,আজ দুপুরে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হয় । সঙ্গে চলস মুহুর্মুহ বজ্রপাত। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি বড়সড় গাছ রয়েছে । ওই গাছের কাছেই স্কুলের ষষ্ঠ শ্রেণীর বি-বিভাগের শ্রেণীকক্ষটি । বৃষ্টিপাতের সময় গাছটিতে বিকট শব্দে বজ্রপাত হয় ৷ আর সেই শব্দে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে৷ তাদের মধ্যে ২৫ জনেরও বেশি পড়ুয়া শ্রেণীকক্ষের ভিতরে জ্ঞান হারিয়ে ফেলে ৷ শিক্ষক- শিক্ষিকারা তাদের প্রাথমিক পরিচর্যা করে এবং অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ।
প্রসঙ্গত,রাজ্যে বজ্রপাতে মৃত্যুর খবর প্রায়ই শুনতে পাওয়া যায় । একারণে বৃষ্টিপাতের সময় বাড়িতে থাকা বা কোনো গাছের তলায় আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয় । আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস । আগামীকাল, শুক্রবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে । পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলা- শিলিগুড়ি, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার,দার্জিলিং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ।।