এইদিন স্পোর্টস নিউজ,১১ জুলাই : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছে ভারত। এরপরই ঘুরে দাঁড়িয়ে আফ্রিকানদের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রেখেছে সফরকারীরা । হারারেতে টানা দুই জয়ে পাঁচ ম্যাচের টি টি২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল শুভমান গিলের দল।
দ্বিতীয় ম্যাচে ভারত জেতে ১০০ রানে। তৃতীয় ম্যাচে ভারতের জয়টি এসেছে ২৩ রানে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুভমানের হাফ সেঞ্চুরি ও রুতুরাজ গায়কোয়াড় ঝড়ো ইনিংস-এ ১৮২ রানের বড় সংগ্রহ তোলে ভারত। পরে জিম্বাবুয়েকে বেশ ভালোভাবেই আটকে রাখেন বোলাররা। তাদের দারুণ নৈপুণ্যে ছয় উইকেটে ১৫৯ রান পর্যন্ত তুলতে সক্ষম হয় স্বাগতিকরা ।
ভারতের উদ্বোধনী জুটিতে করে ৬৭ রান। যশস্বী জয়সওয়ালকে ফিরিয়ে জুটি ভাঙেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। চারটি চার ও দুই ছক্কায় ২৭ বলে ৩৬ রান করে ফেরেন ভারতীয় ওপেনার। আর এক ওপেনার ও অধিনায়ক শুভমানের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৬৬ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অভিষেক শর্মা এদিন সুবিধা করতে পারেননি। নয় বলে ১০ রান করে তাদিওয়ানাসি মারুমানির হাতে ক্যাচ তুলে দেন। তার শিকার রাজা। চারটি চার ও তিন ছক্কায় ২৮ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন গায়কোয়াড। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ও রাজা দুটি করে উইকেট পান।
রান তাড়ায় পুরো ২০ ওভার খেলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি জিম্বাবুয়ে। দলটির দুজন ব্যাটসম্যান ছাড়া কেউ তেমন বড় সংগ্রহ করতে পারেননি। সাত চার ও এক ছক্কায় ৪৮ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন ডিয়ন মেয়ার্স। তার ব্যাট থেকেই এসেছে দলীয় সর্বোচ্চ রান। এ ছাড়া ২৬ বলে ৩৭ রান করেন ক্লিভে মাদানদে।
ভারতের হয়ে চার ওভারে স্রেফ ১৫ রান দিয়ে তিন উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। তিন ওভারে ৩৯ রানের বিনিময়ে দুটি শিকার আবেশ খানের। এ ছাড়া একটি উইকেট পেয়েছেন খলিল আহমেদ। আগামী শনিবার একই ভেন্যুতে সিরিজ ঠেকাতে মাঠে নামবে জিম্বাবুয়ে। ভারতের লক্ষ্য সেদিনই সিরিজ নিশ্চিত করা।।