এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ জুলাই : স্ত্রীর উপর কুনজর দেওয়ার প্রতিবাদ করায় স্বামীকে বাঁশ দিয়ে বেদম মারধরের অভিযোগ মদ্যপ স্কুলশিক্ষকের বিরুদ্ধে ! পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার খুড়ুল গ্রামের ঘটনা । ভাতার থানায় প্রবীর ঘোষ নামে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কৃষ্ণচন্দ্র মণ্ডল এক ব্যক্তি । শিক্ষকের হামলায় তার স্ত্রী সারদামণিদেবী ও ছেলে সুদীপও জখম হয়েছে বলে অভিযোগ কৃষ্ণচন্দ্রবাবুর । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন প্রবীর ঘোষ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
কৃষ্ণচন্দ্র মণ্ডল পেশায় কৃষক । তার প্রতিবেশী পেশায় শিক্ষক প্রবীর ঘোষ । পুলিশের কাছে অভিযোগে কৃষ্ণচন্দ্র বাবু জানিয়েছে,তার স্ত্রীর উপর দীর্ঘ দিন ধরে কুনজর দিচ্ছিল প্রবীর । এনিয়ে তিনি প্রতিবাদও করতেন । আর সেই আক্রোশে মঙ্গলবার রাতে তিনি ও তার স্ত্রী যখন ঘরে শুয়ে ঘুমচ্ছিলেন সেই সময় একটা বাঁশের টুকরো হাতে তাদের বাড়িতে চড়াও হয় প্রবীর । গরমের কারনে তারা ঘরের দরজা খুলে রেখেছিলেন । সেই সুযোগে রাত্রি প্রায় ৯ টা নাগাদ প্রবীর তাদের ঘরে ঢুকে বাঁশ দিয়ে তাকে ব্যাপক মারধর করে । তার স্ত্রী বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় । তিনি জানান,পাশের ঘরে ঘুমচ্ছিল তার ছেলে । চিৎকার শুনে ছুটে এলে তাকেও পেটায় প্রবীর । এরপর হইহট্টগোল শুনে প্রতিবেশীরা তাদের বাড়িতে ছুটে আসে । তবে তার আগেই পালিয়ে যায় হামলাকারী । তার অভিযোগ, হামলা চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিল তার প্রতিবেশী প্রবীর ।
জানা গেছে,রাতেই কৃষ্ণচন্দ্র মণ্ডল ও তার স্ত্রী সারদামণিদেবীকে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । আজ তারা থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন । এদিকে একজন স্কুল শিক্ষকের এহেন কীর্তিতে তোলপাড় পড়ে গেছে এলাকায় । যদিও অভিযুক্ত প্রবীর ঘোষের সাফাই, তার আর্থিক উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে ।।