এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ জুলাই : ফের রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির পর্দাফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবারে বাঁকুড়া জেলার রায়পুর-১ ব্লকের মেলারা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে রাতের অন্ধকারে বাদামের বীজ চুরির অভিযোগ তুলেছেন তিনি । নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু৷ ভিডিওতে দেখা গেছে একটা নিল-সাদ রঙ করা ভবনের সামনে দাঁড়িয়ে আছে একটি সাদা রঙের পিক আপ ভ্যান । মাথায় গামছা বাঁধা কয়েকজন সেই ভবন থেকে একের পর এক বস্তা মাথায় করে এনে সেই গাড়িতে তুলছে । এক মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিওটি করা হয়েছে নিল-সাদ রঙ করা ভবনের উলটো দিকে কোনো বাড়ি থেকে ।
শুভেন্দু অধিকারীর অভিযোগ,’বাঁকুড়া জেলার রায়পুর-১ ব্লকের মেলারা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগসাজশে তোলামুল চোরেরা রাতের অন্ধকারে বর্ষায় রোপণ করা বাদামের বীজ চুরি করতে দেখা যায়। এই বাদাম বীজ দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে স্পনসরকৃত – কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা সংস্থা (ATMA) প্রকল্পের অধীনে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালযয়ের তরফ থেকে । আমি মাননীয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রীকে অনুরোধ করতে চাই; শ্রী চৌহান শিবরাজ এবং অ্যাগ্রিগোই ঘটনাটি নোট করে যথাযথ ব্যবস্থা নিক ।’।