এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ জুলাই : রাস্তায় পড়ে থাকা প্যাকেটবন্দি হাসপাতালের ওষুধ পুলিশের হাতে তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা গ্রামের বাসিন্দা তুফান শেখ নামে এক ফেরিওয়ালা যুবক । পরে খাজুরডিহি স্বাস্থ্যকেন্দ্রের এক মহিলা কর্মী কাটোয়া থানায় এসে দাবি করেন,স্কুটিতে চড়ে যাওয়ার সময় কোনো ভাবে রাস্তায় পড়ে গিয়েছিল ওষুধের প্যাকটটি ৷ একথা শুনে পুলিশ ওই স্বাস্থ্যকর্মীর কাছে লিখিত বয়ান নিয়ে তাকে প্যাকেটবন্দি ওষুধ তাকে ফেরত দিয়ে দেয় । তবে পুলিশ জানিয়েছে, তুফান শেখ এবং ওই মহিলা স্বাস্থ্যকর্মীর বয়ান খতিয়ে দেখা হচ্ছে ।
তুফান শেখ বাইকে চড়ে গ্রামে গ্রামে বেকারির খাদ্যসামগ্রী ফেরি করেন । তিনি জানিয়েছেন, রবিবার কাটোয়া করুই রোড ধরে বাইকে চড়ে খাজুরডিহি এলাকায় যাওয়ার সময় খাজুরডিহি বাসস্ট্যান্ড পেড়িয়ে একটি মাঠের কাছে রাস্তার উপর প্যাকেটবন্দি হাসপাতালের ওষুধ পড়ে থাকতে দেখেন । কিন্তু সেদিন বাড়ি ফেরার তাড়া থাকায় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি । আজ মঙ্গলবার তিনি কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে এলে কর্তব্যরত কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে বিষয়টি জানান৷ তাদের পরামর্শে তিনি কাটোয়া হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে দেখা করেন । কিন্তু কাটোয়া হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে ওই ওষুধ সরকারি হাসপাতালেই, তবে তাদের হাসপাতালের নয় । তাকে সেখান থেকে কাটোয়া থানায় পাঠানো হয়। এরপর তিনি পুলিশের কাছে ওই ওষুধ ভর্তি প্যাকেট জমা দেন । কাটোয়া হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্ত বরণ দত্ত বলেন,’ওই ওষুধের উপরে লেখা লেবেল দেখে বোঝা যায় যে সেগুলি আশপাশের কোনো হাসপাতালে সরবরাহ করা হয়েছিল, কাটোয়া হাসপাতালে সরবরাহ করা হয়নি । তাই ওই ব্যক্তিকে কাটোয়া থানায় ওষুদের প্যাকেট জমা করতে বলা হয়েছিল ।’।