এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৫ জুন : রাতের অন্ধকারে এক বিজেপি নেতা ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানা এলাকার কাকাটিয়া গ্রামে । হামলার ঘটনায় কাশীনাথ দাস নামে ওই বিজেপি নেতা তাঁর মা-বাবাসহ ৬ জন আহত হয়েছে বলে খবর । ঘটনার পর আহতদের পাত্রসায়ের ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চার জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া । বাকি দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । যদিও শুক্রবার সকাল পর্যন্ত এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,কাকাটিয়া গ্রামের বাসিন্দা কাশীনাথ দাস ও তাঁর বাবা মদন দাস পেশায় ব্যাবসায়ী । কাশীনাথবাবু দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন । তাঁকে গ্রামের একটি বুথে বুথ সভাপতির দায়িত্ব দিয়েছে দল । কাশীনাথবাবুর অভিযোগ, ‘বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ গ্রামের তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি লাঠি-সোঁটা নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয় । ওরা আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । আমার বাবা ও মাসহ বাড়ির লোকজন বাধা দেয় । তখন ওই দুষ্কৃতিরা আমাদের তিনজনসহ বাড়ির অনান্যদের ব্যাপক মারধর করে । দুষ্কৃতিদের হামলায় মোট ৬ জন আহত হয়েছে ।’
জানা গেছে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । তারপর আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । বিধায়ক বলেন, ‘শাসকদল নেতৃত্ব দাবি করে পাত্রসায়েরের বিজেপি কর্মীরা নাকি তৃণমূলে কংগ্রেসে যোগদান করছেন । যদি তাই হয় তাহলে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে কেন ? । তৃণমূলের সন্ত্রাস মানুষ বেশিদিন মেনে নেবে না । আগামী দিনে মানুষ এর যোগ্য জবাব দেবে ।’
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর শ্যামল সাঁতরা । তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘এই ধরনের কোনও রকম ঘটনা ঘটেনি । তবুও আমি খোঁজখবর নিয়ে দেখছি ।’।