এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৮ জুলাই : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) একাংশের মানুষ কিভাবে ইসলামি সন্ত্রাসবাদকে বাঁচিয়ে রাখার কাজ করছে তার ফের একবার প্রমান পাওয়া গেল শনিবার । জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার (Kulgam district) চিন্নিগাম ফ্রিসাল (Chinnigam Frisal) এলাকার একটি বাড়িতে ভারতীয় সেনাবাহিনী এমন একটা গোপন বাঙ্কারের হদিশ পেয়েছে যেখানে লুকিয়ে বসেছিল হিজবুল মুজাহিদীনের(Hizbul Mujahideen) ৪ সন্ত্রাসবাদী । ভারতীয় বীর জওয়ানরা ওই চার সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে । বিলাসবহুল ওই ঘরের ভিতরে দেওয়ালে রয়েছে ওই বাঙ্কারটি । কাঠের দরজা লাগানো বাঙ্কারটিকে দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে এটি আলমারি । কিন্তু সেনাবাহিনী দরজা খুলে ভিতরে নজর দিতেই লক্ষ্য করে সেখানে ঘাপটি মেরে বসে রয়েছে ৪ ইসলামি সন্ত্রাসবাদী । সেখান থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদও উদ্ধার করা হয়েছে । অন্য এক জায়গায় পৃথক এনকাউন্টারে আরও দুই সন্ত্রাসীকে খতম করেছে সেনা। জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক আরআর সোয়াইন একযোগে ছয় সন্ত্রাসীকে খতককে নিরাপত্তা বাহিনীর কৃতিত্ব বলে বর্ণনা করেছেন।
রবিবার নিরাপত্তা বাহিনী দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় দুটি ভয়ঙ্কর লড়াইয়ে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) কমান্ডার সহ আরও দুই সন্ত্রাসীকে খতম করেছে। নিহত টিআরএফ কমান্ডার আদিল হুসেন ২০২২ সালে শোপিয়ানের একটি আপেল বাগানে কাশ্মীরি হিন্দু সুনীল কুমারকে টার্গেট কিলিং সহ কয়েক ডজন হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত ছিল। উভয় এনকাউন্টারে এ পর্যন্ত মোট ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। বর্তমানে একটি এনকাউন্টার চলছে চিনিগামে এবং অন্যটি কুলগাম থেকে চার কিলোমিটার দূরে মুদারগামে। মুদারগামে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ঘেরাও এবং তল্লাশি অভিযান শুরু করেছিল। নিরাপত্তা বাহিনী ঘেরাও করার সঙ্গে সঙ্গে ভেতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে ।
কুলগামের চিন্নিগাম এলাকায় সন্ত্রাসীরা যে বাড়িতে লুকিয়ে ছিল, সেখানে আলমারির পিছনে একটি বেসমেন্ট তৈরি করেছিল তারা। এনকাউন্টারে চার হিজবুল সন্ত্রাসী খতম হওয়ার পরে, নিরাপত্তা বাহিনী বাড়ির ভিতরে তল্লাশি করে এবং একটি টয়লেট খুঁজে পায়। সেটি সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ লুকানোর জন্য ব্যবহার করছিল ।।