এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জুলাই : বিতর্কিত মন্তব্য করে প্রায়শই সংবাদের শিরোনামে আসেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র । সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল এক্স (আগের টুইটার)-এ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । এই ঘটনায় তার বিরুদ্ধে দিল্লিতে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে । অভিযোগ দায়েরের পর ভারতীয় বিচার কোডের ধারায় দিল্লি পুলিশ এই এফআইআরটি নথিভুক্ত করেছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এই মামলার তদন্ত করছে। যদিও এফআইআর নিয়ে ভ্রুক্ষেপহীন মহুয়া । তবে রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তৃণমূল সাংসদকে সতর্ক করে বলেছেন,’মহুয়া মৈত্র আপনাকে পরিণতি ভোগ করতেই হবে’।
একটি ভিডিও বার্তায় অগ্নিমিত্রা পাল বলেছেন, ‘ভারতবর্ষে আইনের ওপরে কেউ নেই, সে আপনি যতই প্রভাবশালী হোন। মহুয়া মৈত্র আপনি আইনের অপব্যবহার করেছেন এবং রেখা শর্মাজীর মত একজন সম্মানীয় নারীর চারিত্রিক হনন করেছেন তার জন্য আপনাকে পরিণতি ভোগ করতেই হবে। যখন আপনি সাংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, তখন আপনি নিজের অবস্থাকে দ্রৌপদীর বস্ত্র হরণের সাথে তুলনা করেছিলেন, আর আজ একজন নারীকে অপমান করতে আপনি দুবার ভাবলেন না।’ তিনি বলেন,’অদ্ভুত ভাবে, আপনার এই দুর্ব্যবহার জনতা প্রথমবার দেখছে না। এর আগে আপনি মা কালীকে নিয়ে কু মন্তব্য করেছেন, সংবাদমাধ্যমের সম্বন্ধে অভব্য কথা বলেছেন আর সাংসদ নিশিকান্ত দুবেজির নামেও অসম্মানজনক মন্তব্য করেছেন, অন্যদের অসম্মান করা আপনার অস্থি মজ্জাগত ।’
মহুয়াকে কটাক্ষ করে তিনি বলেন,’আপনি তো নিজেকে অসীম সাহসী বলে দাবি করেন, তাহলে আপনার টুইট কেন মুছে দিলেন? দিল্লি পুলিশ আজ আপনার নামে যে এফআইআর দায়ের করেছেন তার জন্য আমি দিল্লি পুলিশকে ধন্যবাদ জানাই। আপনি তো দিল্লি পুলিশকে আমন্ত্রণ জানিয়েছেন যে তাঁরা যেন নদীয়াতে গিয়ে আপনাকে জেরা করে, তাদেরকে অভ্যর্থনা জানাতে আপনি প্রস্তুত তো?’
প্রসঙ্গত,বৃহস্পতিবার করা এই টুইটে, মহুয়া মৈত্র রেখা শর্মার হাতরাস পদদলিত হওয়ার জায়গায় পৌঁছানোর বিষয়ে মন্তব্য করেছিলেন। তখন শেয়ার করা একটি ভিডিওতে, একজনকে রেখা শর্মার পিছনে ছাতা নিয়ে হাঁটতে দেখা গেছে।এই ভিডিওতে একজন এক্স ব্যবহারকারী প্রশ্ন করেছিলেন কেন রেখা শর্মা তার নিজের ছাতা বহন করতে পারছেন না। এই মন্তব্যের জবাবে মহুয়া মৈত্র লিখেছেন, “তিনি (রেখা শর্মা) তার বসের পাজামা সামলাতে খুব ব্যস্ত।” শুক্রবার, জাতীয় মহিলা কমিশন এটিকে আপত্তিকর এবং ভারতীয় বিচার কোডের ৭৯ ধারার অধীনে পদক্ষেপের যোগ্য বলে মনে করেছে। দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করার সময়, পদক্ষেপ নেওয়ার রিপোর্ট তিন দিনের মধ্যে তলব করা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শুক্রবার দিল্লি পুলিশের কাছে মহিলা কমিশনের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল ।
সেই অভিযোগের প্রতিক্রিয়ায় মহুয়া মৈত্র টুইট করেছেন,’স্বতঃপ্রণোদিত অভিযোগে দ্রুত পদক্ষেপ নিক দিল্লি পুলিশ । আমি এখন নদীয়ায় আছি, তিন দিনের মধ্যে আমায় দ্রুত গ্রেফতার করতে হলে এখানে আসতে হবে । আমি কিন্তু নিজের ছাতা নিজেই ধরতে পারি ।’।