এইদিন স্পোর্টস নিউজ,০৮ জুন : জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে হেরে গিয়েছিল ভারত। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সেই হারের বদলা নিল শুভমান গিলরা । প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের একদিন পর জিম্বাবোয়ের হারারের একই মাঠে দেখা গেল তরুণ টিম ইন্ডিয়ার দুরন্ত ব্যাটিং। ওভারে অসম বাউন্স সহ পিচে এক সময় ভারতের স্কোর ছিল ১০ ওভারে ৭৪ রান। এর পরে অভিষেক শর্মা গিয়ার বদল করেন এবং তারপরে রিঙ্কু সিংয়ের ঝড়ও দেখা যায়। এতে ভারত ২ উইকেটে ২৩৪ রান করে। জবাবে জিম্বাবুয়ের উইকেট পতনের প্রক্রিয়া শুরু হয় প্রথম ওভারেই। ১৯তম ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় দলের ইনিংস । ১০০ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচে শতরান করলেন অভিষেক শর্মা। দাপট দেখিয়েছেন ভারতীয় তরুন বোলাররাও ।
ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং টিম ইন্ডিয়া আবারও খারাপ শুরু করেছিল। ব্লেসিং মুজারাবানির বলে মাত্র ২ রান করে আউট হন অধিনায়ক শুভমান গিল। পাওয়ারপ্লেতে ভারতের স্কোর ছিল মাত্র ৩৬ রান। কিন্তু এর পর বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা ও ঋতুরাজ গায়কওয়াদ ঝড়ো ব্যাট করে প্রচুর রান করে স্বাগতিক দলের বোলারদের অসহায় করে ফেলেন। এই সময়ে অভিষেক শর্মা তার দ্বিতীয় আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি মাত্র ৪৭ বলে ১০০ রান করেন এবং ওয়েলিংটন মাসাকাদজার বলে আউট হন। অভিষেক শর্মা তার ধ্বংসাত্মক ইনিংসে ৭ টি চার ও ৮ টি ছক্কা মারেন। ঋতুরাজ গায়কওয়াদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং ৪৭ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। ভারতীয় সহ-অধিনায়ক মারেন ১১টি চার ও ১টি ছক্কা।এছাড়াও রিংকু সিং আবারও দুর্দান্তভাবে শেষ করেন এবং মাত্র ২২ বলে ৫ ছক্কা মেরে অপরাজিত ৪৮ রান করেন।
অন্যদিকে জবাবি ব্যাটিংয়ে প্রথম ওভারেই শুরু হয় জিম্বাবুয়ের উইকেট পতনের প্রক্রিয়া। ইনোসেন্ট কাইয়াকে বোল্ড করেন মুকেশ কুমার। এরপর দ্রুত ফেরেন ব্রায়ান বেনেট। জিম্বাবুয়ে ৩ ওভারে ৪০ রান করেছিল কিন্তু ৯ বলে ২৬ রান করা ব্রায়ানকে বোল্ড করে দেন মুকেশ । এরপর জিম্বাবুয়ের উইকেট পড়তে থাকে। চতুর্থ ওভারে দুই উইকেট নেন আভেশ খান। ডিওন মেয়ারেস ও অধিনায়ক সিকান্দার রাজাকে আউট করেন তিনি।
ওয়েসলি মাধভেরে জিম্বাবুয়ের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন । লোয়ার অর্ডারে ৩৩ রানের অবদান লুক জংওয়ে । ১৯ তম ওভারে জিম্বাবুয়ের ইনিংস ১৪৩ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে ৩ টি করে উইকেট নেন মুকেশ কুমার ও আভেশ খান। রবি বিষ্ণয়ের ৪ ওভারে মাত্র ১১ রান দেন । তিনি ২ উইকেট নিয়েছেন । আগামী বুধবার এই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।।