এইদিন ওয়েবডেস্ক,কুলগাম,০৭ জুলাই : জম্মু- কাশ্মীরের কুলগাম জেলায় পৃথক এনকাউন্টারে ৬ সন্ত্রাসীকে খতম করল নিরাপত্তা বাহিনী । সন্ত্রাসীদের খতমের খবর নিশ্চিত করে জম্মু ও কাশ্মীরের ডিজিপি (ডিজিপি) আরআর সোয়াইন আজ রবিবার শ্রীনগরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছেন, ‘জেলার দুটি ভিন্ন জায়গায় এনকাউন্টার চলছে। ছয় সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে ।’ মৃত সন্ত্রাসীদের মধ্যে কয়েকজন স্থানীয় সন্ত্রাসী রয়েছে বলে জানান ।
ডিজিপি বলেন,’এই অপারেশনগুলি গতি পাচ্ছে এবং পরিবেশের নিরাপত্তাকে শক্তিশালী করার ক্ষেত্রে এই ধরনের সাফল্যের গুরুত্বের উপর জোর দেওয়া হচ্ছে । আজকের এনকাউন্টার নিঃসন্দেহে নিরাপত্তা বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। নিরাপত্তা পরিবেশকে শক্তিশালী করার ক্ষেত্রে এই সাফল্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাসবাদের অবসান ঘটাতে জনগণ একত্রিত হচ্ছে এবং অভিযানগুলি গতি পাচ্ছে। বর্তমান অপারেশন এখনও চলছে এবং এখনও শেষ হয়নি ।’
জানা গেছে,শনিবার মোদেরগাম গ্রামে প্রথম এনকাউন্টার ঘটে, এরপর জেলার ফ্রিসাল চিন্নিগাম এলাকায় আরেকটি সংঘর্ষ হয়। দক্ষিণ কাশ্মীরে চলমান অমরনাথ যাত্রার সময় এই সন্ত্রাসী হামলা হয়।লোকসভার ভোটের ফলাফল ঘোষণার পর থেকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।।