এইদিন স্পোর্টস নিউজ,০৭ জুলাই : ইউরো কাপ ২০২৪ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে শনিবার (৬ জুলাই) রাতে । মুখোমুখি হয় নেদারল্যান্ডস ও তুরস্ক । তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। এদিকে ম্যাচ শেষ হতেই দাঙ্গা বাধিয়ে দেয় তুরস্কের সমর্থকরা । তুর্কিরা আইন্দহোভেনে (Eindhoven) স্থানীয় ডাচদের উপর আক্রমণ শুরু করে । দাঙ্গা বাধায় নেদারল্যান্ডসের হেগে । তুর্কি অভিবাসীদের ক্যামেরায় সামনে বলতে শোনা যায়, নেদারল্যান্ডস তোমার কর্কট মাকে ফা… (ক্যান্সার হল নেদারল্যান্ডের একটি জনপ্রিয় শপথ শব্দ)। দাঙ্গার পর ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার কাছ থেকে কঠোর প্রতিক্রিয়ার দাবি জানিয়েছে ডাচরা । এমনকি ইউরোপীয় প্রতিযোগিতায় তুর্কি সমর্থকদের নিষিদ্ধ করার দাবিও উঠছে ।
শনিবার (৬ জুলাই) দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। খেলার ৩৫ মিনিটে সামেত আকায়দিনের গোলে এগিয়ে যায় তুরস্ক। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে স্তেফান ডি ভার্জের গোলে সমতায় ফেরার পর ৭৬ মিনিটে মের্ত মাল্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত প্রাণপণে চেষ্টা করেও আর এই গোল শোধ করতে পারেনি তুর্কিরা। দীর্ঘ ১৬ বছর পর সেমিফাইনালের হাতছানি ছিল তুরস্কের সামনে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম ছিল তুর্কি সমর্থকদের দখলেই। ঘরের মাঠের আবহের মধ্যে শুরু থেকেই তুর্কিরা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে দারুণ এক গোল করে এগিয়েও গেল তারা।
কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ডাচরা। গোল শোধ করে চাপ বাড়াতে থাকে আরও। এরপর তুর্কি গোলরক্ষক ও ডিফেন্ডার মের্ত মাল্ডারের ভুল বোঝাবুঝিতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। সেই ব্যবধান ধরে রেখেই দীর্ঘ ২০ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রোনাল্ড ক্যোমানের শিষ্যরা। এর আগে ২০৪ সালে শেষবার ইউরোর সেমিফাইনালে খেলেছিল ডাচরা।
এদিন তুরস্ককে ৩৫ মিনিটের মাথায় লিড এনে দেন সামেত আকায়েদিন। গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে হস্যকর ভুলে আত্মঘাতী গোল করেছিলেন এই সেন্টারব্যাক। আজ তার প্রায়শ্চিত্ত করেছেন হেডে দারুণ এক গোল করে। তবে তার গোলের চেয়ে মানুষ বেশি মনে রাখবে আর্দা গুলেরের কথা, যেভাবে তিনি ক্রসটা করেছেন। তুরস্কের ফুটবলের ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার কর্নার নিলে তা ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হয় ডাচদের রক্ষনভাগ। ফিরতি বলে ডাচ রক্ষণ জটলায় তুর্কিদের তাক করে ক্রস বাড়ান গুলের। বল এসে পড়ে সামেতের মাথায়।
এবারের ইউরোয় ১৯ বছর বয়সী গুলেরের এটি দ্বিতীয় অ্যাসিস্ট। ২০০৪ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর পর এবারের আসরে লামিনে ইয়ামাল ও আর্দা গুলের ১৯ বা এর কম বয়সী দ্বিতীয় ও তৃতীয় খেলোয়াড় হিসেবে কমপক্ষে ৩ গোলে অবদান রাখলেন।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। এই অর্ধে প্রথম ১০ মিনিটে দূরপাল্লার শটেই ভাগ্য পরীক্ষা করেছে ডাচরা। তাতে ডাচদের রক্ষণভাগে চাপ বাড়লেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা।
৭০ মিনিটে সমতাসূচক গোল পায় নেদারল্যান্ডস। মেম্ফিস ডেপাই কর্নার থেকে ওয়ান-টু-ওয়ান খেলতে খেলতে বক্সে ক্রস বাড়ান অরক্ষিত স্তেফান ডি ভার্জকে লক্ষ্য করে। হেডে বল জালে ঢোকান এই সেন্টারব্যাক।
এর ছয় মিনিট পরেই আত্মঘাতী গোলে কপাল পোড়ে তুর্কিদের। ডেনজেল ড্যামফ্রিসের ডানপ্রান্ত থেকে বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছিলেন ডাচ তারকা কোডি গাকপো। কিন্তু তুর্কি রাইটব্যাক মের্ত মাল্ডার বল ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে দেন। প্রথমে গাকপো গোলটি করেছেন বলে মনে হয়েছিল। উদযাপনও শুরু করে দিয়েছিলেন এই লিভারপুল তারকা। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল স্পর্শই করতে পারেননি তিনি। এবারের ইউরোয় এটি ছিল দশম আত্মঘাতী গোল। এদিন ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে লালকার্ড দেখেন তুরস্কের বেঞ্চের খেলোয়াড় বেরতাগ অজগুর ইয়ালদ্রিম।।