এ মা, চল যাবি?
বছর শেষে পোষ পাবনে
বাবুদের ওই শাল বাগানে,
কতো কিছু আমোদ হবে
গানের সাথে নাচবে সবে
ভালো মন্দ খাবি।
এ মা, চল যাবি?
সঙ্গে নেবো ঝাঁটা,কোদাল
জল বয়াবো, তারবো শেয়াল
এঁটো বাসন মেজে ধুয়ে
মশলা বেঁটে,জোগাড় বয়ে
পয়সা কিছু পাবি।
এ মা, চল যাবি?
নেইকো মোদের টাকা কড়ি
নেই আমাদের ছল চাতুরী
মনটা তবু গায় কেবলই
ওদের মতোই সুর হেয়ালি
শুধুই এসব ভাবি।
এ মা, চল যাবি?
কে যে মোদের নিজের আপন!
বাঁচার মতো নয়কো জীবন
নেই আমাদের রাজপুত্র
পরে থাকি যত্রতত্র
এমন কি কেউ পাবি?
এ মা চল যাবি?
নাই বা পেলাম চিকেন কষা
নাই বা পেলাম পোলাও ঠাসা
শুকনো দুটো ভাত তো পাবি
সঙ্গে বসে সুখে খাবি
থাকবে না কেউ বলার পালা
এ আমাদের অধিকার বলা
সব হারানোর দাবী।।