প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ জুন : বর্ধমান-বোলপুর ২ বি জাতীয় সড়কে হলদীর খড়ি নদীর উপরে থাকা পাকা সেতু এখন যেন ’মরণফাঁদ’।সেতুর উপরের জয়েন্টের গর্তে পিচ ও পাথর সব উঠেগিয়ে এখন বড়বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষায় সেই গর্ত দিনের পর দিন আরও বড় আকার নিচ্ছে ।চার চাকার গাড়ি কোনও রকমে হেলেদুলে সেই গর্ত পেরিয়ে যেতে পারলেও বড় গর্তের কারণে হামেসাই হলদী সেতুর উপরে দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক আরোহীরা ।বিগত দু’বছরে এই সেতুর উপরে হওয়া দুর্ঘটনায় প্রাণও হারিয়েছেন কয়েকজন । তবুও হেলদোল নেই প্রশাসনের। যা নিয়ে এলাকাবাসী ও যানবাহন চালকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে ।
বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত গিয়েছে ২ বি জাতীয় সড়কটি । এই সড়ক পথের গুরুত্বও অপরিসীম ।উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এই ২বি জাতীয় সড়ক। রামপুরহাট,বোলপুর বা তারাপীঠ যাওয়ার ক্ষেত্রে সবাই এই রাস্তাই বেশী ব্যবহার করেন।২ বি জাতীয় সড়কপথে থাকা হলদীতে খড়ি নদীর উপরে রয়েছে পাকা সেতুটি।এলাকার বাসিন্দা বাপন সরকার জানান , অজয় নদের বালি আর বীরভূমের পাঁচামীর পাথর বোঝাই লরি ও ডাম্পার খড়ি নদীর উপরে থাকা সেতুদিয়ে অহরহ যাতায়াত করে । তার উপরে আছে মালবাহী ওভারলোড গাড়ির যাতায়াতও । তার কারণে সেতুর ’জয়েন্টে’ গর্ত তৈরি হতে থাকে । মাস তিনেক আগে তার মেরামত কাজ হয় । এর কিছুদিন পর থেকেই সেতুর জয়েন্টের পিচ ও পাথর উঠতে শুরু করে। চলতি বর্ষায় সেতুর দুটি জয়েন্টের মাঝখানের পিচ পথর প্রায় সবটাই উঠেগিয়ে লম্বা বিশাল গর্ত তৈরি হয়েছে।বাপন সরকার বলেন,এখন সেতুর জয়েন্টে প্রতিদিনই গর্তের আকার বাড়ছে।তার উপর আছে ওভারলোড গাড়ির চাপ । বৃষ্টিতে সেতুর জয়েন্টের গর্তে জল জমে থাকলে বাইক আরোহীরা কিছুই বুঝতে পারছেন না।তাতেই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
সেতু দিয়ে যাতায়াতকারী গুসকরার বাসিন্দা তপন বিশ্বাস বলেন, প্রতিদিনই তিনি খড়ি নদীর উপরে থাকা সেতু হয়ে যাতায়াত করেন।তিনি বলেন বেশী সমস্যা হচ্ছে রাতে।সেতুর উপর জয়েন্টের গর্ত ঠিকমত বুঝতে না পারায় বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছেন। বিল্বগ্রামের বাসিন্দা শেখর রায় বলেন, রাস্তার মেরামতের সময় সেতুর উপর জয়েন্টের গর্ত মেরামতির কাজ ঠিক মত না হওয়ায় কয়েক মাসের মধ্যেই গর্ত এখন অনেক বড় হয়ে গিয়েছে। সেতুর জয়েন্টের লোহার পাতও এখন বেরিয়ে গিয়েছে।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন,“হাইওয়ে অথরিটির সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত সেতুর উপর জয়েন্টের গর্ত মেরামত করা হবে ।’।