এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৫ জুলাই : উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলি নিয়ে বড় পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথের সরকার । রাজ্য সরকার এখন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করেছে। প্রথম ধাপে ৫৬০টি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় এই ব্যবস্থা চালু করা হয়েছে। এখন এখানে সিসিটিভি নজরদারিতে পাঠদানের কাজ হবে । দ্বিতীয় পর্যায়ে, সমস্ত স্বীকৃত মাদ্রাসায় বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করা হবে।
উত্তর প্রদেশ মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার আরপি সিং বলেছেন, রাজ্যের সমস্ত ৫৬০ টি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় নতুন ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে। মাদ্রাসায় আগত শিক্ষক-শিক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে । অফিস ও শ্রেণীকক্ষে সিসিটিভির নজরদারিতে থাকবে । বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের মাধ্যমে জানা যাবে কে কোন সময়ে এসেছেন এবং কোন সময়ে ফিরে গেছেন।’
রাজ্য সরকারের ভর্তুকি প্রাপ্ত মাদ্রাসার পর স্বীকৃত মাদ্রাসায়ও এই ব্যবস্থা চালু করা হবে । সমস্ত জেলা সংখ্যালঘু কল্যাণ আধিকারিক এবং মাদ্রাসা পরিচালনাকারীদের প্রতিদিনের রিপোর্ট সদর দফতরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান ।।