এইদিন ওয়েবডেস্ক,চুরাচাঁদপুর,০৫ জুলাই : মণিপুরের সিংগাট বিধানসভা কেন্দ্রের বর্তমান কুকি বিধায়ক চিনলুনথাং মানলুর বাড়িতে বৃহস্পতিবার (০৪ জুলাই) ভোরে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত অজানা দুর্বৃত্তরা হামলা চালিয়েছে । বৃহস্পতিবার (০৪ জুলাই) ভোর রাত প্রায় ১২:৫০ নাগাদ মণিপুরের চুরাচাঁদপুর জেলার জেনহাং লামকায় বিধায়কের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিধায়কের বাড়ির দেয়ালের ক্ষতি করতে সক্ষম হয় । হামলার পর দুষ্কৃতকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।হামলার পেছনের উদ্দেশ্য অজানা, এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পাওয়ার পর, পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় । পুলিশ ঘটনাস্থল থেকে একে-৪৭ এর পাঁচটি খালি কার্তুজ উদ্ধার করে ।
এই ঘটনাটি মণিপুর বিধানসভার দুটি অধিবেশন বয়কট করার পরে, কুকি বিধায়ক চিনলুনথাং মানলু-এর বাসভবনে প্রথম বড় আক্রমণের ঘটনা ঘটেছে । মণিপুর বিধানসভা ১০ জন কুকি বিধায়ক নিয়ে গঠিত ।
গত বছরের ২৩ মে,মণিপুরে সহিংসতার প্রাদুর্ভাবের পর থেকে কুকি সম্প্রদায়ের জন্য পৃথক প্রশাসনের দাবিতে সমস্ত দশ কুকি বিধায়ক মণিপুর বিধানসভার অধিবেশন বর্জন করেছিলেন। বিধায়ক মানলুর বাসভবনে হামলা মণিপুরে ক্রমবর্ধমান উত্তেজনা ও অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে৷ এদিকে, মণিপুরের কর্তৃপক্ষ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য হামলার তদন্ত চালাচ্ছে ।।