পথটা ছিল নেহাত সরল নয়
আঁকাবাঁকা চড়াই-উৎরাই,
তবু জানি মনের টানে প্রাণের কাছাকাছি
দূরত্বটা দূরত্ব সে নয়।
পথটা জানি অতই সোজা নয়
সমাজ-বাঁধন বিধিনিষেধের জাল,
তবু জানি পথের শেষে তুমি
দাঁড়িয়ে আছো বাড়িয়ে দিয়ে হাত।
তোমার তরে দীর্ঘ যাত্রাপথ
ক্লান্ত দেহ অশান্ত এক স্রোত
মাঝদরিয়ায় যদি হারাই পথ
জানি তুমি পরমত্রাতা বন্ধুসখা হয়ে
পৌঁছে দেবে সঠিক কিনারাতে।
পথটা জানি অতই সোজা নয়
অথই সাগর জীবন সংশয়!
পথের বাঁকে হঠাৎ যদি দেখা
এমনভাবেই অজানা সে লেখা
জীবন যদি থমকে যাবে ভাবো—
নয়তো সে ঠিক, বইবে আপনধারায়।
পথটা ছিল নেহাত সরল নয়
দেখাটা ছিল পথের বাঁকে একা
তবুও তো পথ হেঁটেছি অনেক দূর
সংসার-রণে হইনি জয়ী কভু
পাড়ি দিয়ে কঠিন সুমুদ্দুর।
এবার মোরে জিতিয়ে দিও তুমি
সকল ব্যথার প্রলেপটুকু দিয়ে
হাতখানি মোর রেখো হাতের পরে
চলে যাবার অন্তিম লহমাতে।।