এইদিন স্পোর্টস নিউজ,০৪ জুলাই : সম্প্রীতির ফুটবল ট্যুর্নামেন্টেও ভারতের কিশোরদের কাছে পর্যুদস্ত হল বাংলাদেশ ৷ বাংলাদেশে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে জয়ের মুকুট নিয়ে ফিরল চব্বিশ পরগনা জেলার বেহেলার সকার একাডেমি ফুটবল দল। বৃহস্পতিবার সকালে ২৫ সদস্যের প্রতিনিধি দলটি বেনাপোল বন্দর হয়ে দেশে ফিরে আসে ।
বেহেলার সকার একাডেমির টিম লিডার রাজিব আহম্মেদ জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে বেহেলা সকার একাডেমি বাংলাদেশে আসে গত ২৭ জুন । পরে ঢাকায় বিকেএসপির কিশোর খেলোয়ারদের বিপক্ষে সকার একাডেমি ১-০ গোলে জয়লাভ করে এবং চট্রগ্রাম বড় উঠানের বিপক্ষেও একই ব্যবধানে জয় পায়। এরপর সিলেট বিশ্বনাথ ফাউন্ডেশনের সাথে খেলায় ১-০ গোলে পরাজিত হতে হয় তার দলকে । তিনি বলেন,খেলায় হার,জিত থাকবে,অংশগ্রহন বড় কথা। তবে এধরনের টুর্নামেন্ট দুই দেশের বন্ধুত্ব ও সৌহাদ্য সম্পর্ক্য বাড়াতে যেমন ভুমিকা রাখবে তেমনি ভাল খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে ।’ বেহেলার সকার একাডেমির ফুটবল দলের খেলোয়াড়রাও বাংলাদেশ সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ।
বেনাপোল বন্দর বাংলাদেশের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, ভারতীয় অতিথি খেলোয়াড়রা বন্দরে পৌছালে দ্রুত তারা যাতে পাসপোর্টের কাজ শেষ করতে পারে বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশনের পক্ষ থেকে সবধরনের সহযোগীতা করা হয়েছে।।