কী দেবো? ছবি?
বলি কেনো দেবো?
কী বুঝতে পারবে? কতটা বুঝতে পারবে ওই ছবি দেখে যে আমি কেমন আছি?
বুঝবে নাকি হৃদয় কতটা রক্তাক্ত তোমার আচরণের আঘাতে?
বুঝবে চোখের দিকে তাকালে সাত সমুদ্র তাতে ঢুকে যায়??
চোখের নীচের কালো ছোপ দেখে বুঝতে পারবে কতটা আঘাতের অনলে এই হৃদয় পুড়েছে?
কতো নির্ঘুম রজনী পেরিয়ে এসেছি আজ?
বুঝবে ওই কানে দুল পড়িনি কেন??
ভাববে কতটা না পাওয়ার আর্তনাদ নিয়ে বসে আছি সর্বনাশের আশায়?
ছবি,বলি কী আছে ছবিতে?
মনে পরে?
সেই শেষ দিনের কথা! যখন ট্রেন এসে দাঁড়ালো!!আমি ওঠার অপেক্ষায়!!শেষ বারের মতো মুখটা দেখে উঠবো বলে যেই তাকিয়েছি ওমনি তুমি মুখটা ঘুড়িয়ে নিলে? বলে আসতে দাও নি!!আমি আসছি! তুমি সাবধানে ফিরো!
তুমি চেয়েছিলে আমি নামক অধ্যায়টা শেষ হোক!!
আজ শেষ হওযার অপেক্ষা।
এখন চাইছো ছবি?কেনো
বাঁধিয়ে মালা দেবে নাকিগো?