এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৩ জুলাই : রেলগেট নামানো অবস্থায় ঝুঁকি নিয়ে দুই নাবালিকা নাতনির সাথে রেললাইন পারাপার করাতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়লেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক প্রৌঢ় । মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কাটোয়া শহরের রেলগেটে । মৃতের নাম রবীন্দ্রনাথ মাজি (৬০)। তাঁর বাড়ি কাটোয়া শহরের ১০ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীতে । রেলপুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।
জানা গেছে,কাটোয়া শহরের সুকান্ত পল্লীর বাসিন্দা রবীন্দ্রনাথ মাজি হরিনাম সংকীর্তন দলের শিল্পী ছিলেন । তার তিন মেয়ে এবং এক ছেলে। মেয়ে বড় । সকলেই বিবাহিত । মেয়ের বিয়ে হয়েছে বীরভূম জেলার জুলুন্দি এলাকায়। মেয়ের শরীর খারাপের খবর পেয়ে আজ সকালে জুলুন্দি গ্রামে যাচ্ছিলেন রবীন্দ্রনাথবাবু । সঙ্গে নিয়েছিলেন ছেলে সনৎ মাজির দুই মেয়ে রিয়া ও দিয়াকে । কাটোয়া বাসস্ট্যান্ড থেকে তাদের বাসে চড়ার কথা । কিন্তু রাস্তার মাঝে পড়ে শহরের মূল রেলগেট ।রবীন্দ্রনাথবাবু যখন রেলগেটে আসেন তখন রেলগেট নামানো অবস্থায় ছিল । নির্দিষ্ট সময়ের মধ্যে বাস ধরতে পারবেন না মনে করে ঝুঁকির সঙ্গে দুই নাতনিকে নিয়ে রেললাইন পারাপার করছিলেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,সামনে নাতনিরা এবং তাদের পিছু পিছু যাচ্ছিলেন রবীন্দ্রনাথবাবু । কিন্তু দুই নাতনি লাইন পার হয়ে গেলেও শেষমুহুর্তে তীব্র গতিতে আসা আপ বালুরঘাট এক্সপ্রেস ট্রেনের ছোঁয়ায় ছিটকে পড়েন তিনি । সরাসরি ট্রেনের নিচে ঢুকে যাওয়ায় চাকায় কাটা পড়েন রবীন্দ্রনাথবাবু । ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।