এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৩ জুলাই : বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গৃহবধূকে ধর্ষণের পর মহিলার শিরোচ্ছেদের মামলায় অভিযুক্ত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের জেলা ও দায়রা বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন । সাজাপ্রাপ্তরা হল,ভোলাহাট উপজেলার বালুটুংগী গ্রামের মৃত গামজাদের ছেলে জাক্কার, একই গ্রামের মৃত মিয়ারুদ্দিনের ছেলে মুনসুর আলী ও মুশরীভুজা গ্রামের আব্দুল কারিমের ছেলে মফিদুল ইসলাম ওরফে সাহিরুল। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী এনামুল হক জানান, মুনসুর আলী দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া মামলার তদন্তে হত্যার প্রমাণ পাওয়ায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত ।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৭ আগস্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ী গ্রামের রাঙ্গামাইট্যা বিলে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন একই গ্রামের মৃত এন্তাজ আলীর স্ত্রী সেমালী খাতুন কান্দুনী (৪৫)। ধর্ষণের পর তাকে শিরোচ্ছেদ করা হয়। পরদিন সকালে মাথাবিহীন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা । এই ঘটনায় ১৮ আগস্ট রাতে ভোলাহাট থানায় মামলা করেন নিহতের মেয়ে শারাবনী বেগম।মামলার তদন্ত শেষে একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা হয়। যদিও অভিযুক্তদের মধ্যে কোনো অনুশোচনা লক্ষ্য করা যায়নি ।।