এইদিন ওয়েবডেস্ক,নারায়ণপুর,০৩ জুলাই : ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুজমাদে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে আরেকটি সংঘর্ষ হয়েছে এবং এই এনকাউন্টারে বিপুল সংখ্যক নকশাল নিহত হয়েছে বলে জানা গেছে ।বস্তার আইজি সুন্দররাজ পি জানিয়েছেন,এনকাউন্টারে ৫ জন নকশালের দেহ উদ্ধার হয়েছে । অনেক নকশাল আহত হয়েছে। মাওবাদীদের অস্থায়ী শিবির থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র এবং নকশালদের পুস্তিকা বাজেয়াপ্ত করা হয়েছে।
বলা হচ্ছে, মাওবাদী সংগঠনের নকশালরা গত কয়েকদিন ধরে এই এলাকায় ক্যাম্প করে ছিল। খবর পেয়ে সেনারা অভিযান শুরু করে। কয়েক মাস আগে, নিরাপত্তা বাহিনী একই এলাকায় একটি এনকাউন্টারে ১৬ জন নকশালকে হত্যা করেছিল। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে এই পাঁচ জেলায় পুলিশ ‘মাদ বাঁচাও অভিযান’ চালাচ্ছে । প্রকৃতপক্ষে, গত ৩০ জুন, বস্তার বিভাগের নারায়ণপুর, দান্তেওয়াড়া, বস্তার, কোন্ডাগাঁও এবং কাঙ্কের জেলার প্রায় ১৪০০ ডিআরজি, এসটিএফ, বিএসএফ এবং আইটিবিপি কর্মী আবুজমাদের নকশাল ঘাঁটিতে একটি অনুসন্ধান অভিযান চালাচ্ছিল। এ সময় জঙ্গলে সেনা ও নকশালদের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার সকালে, নকশাল এবং সেনাদের মধ্যে একটি এনকাউন্টার হয়। যাতে বহু নকশালের মৃত্যু হয়েছে ।।