এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০২ জুলাই :বাড়িতে নির্মাণকাজ হচ্ছিল । যেকারণে পুরানো বিদ্যুৎ লাইনের একাংশ খুলে ফেলতে হয় । কিন্তু বিদ্যুৎ লাইনের মেইন সুইচের সাথে যুক্ত সেই তার বাড়ির বারান্দার লোহার গ্রিলের সঙ্গে কোনো ভাবে সংযোগ হয়ে গিয়েছিল । বিষয়টি নজরে পড়েনি প্রৌঢ় দম্পতির । দম্পতির মধ্যে কেউ প্রথমে গ্রিলে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন । তাঁকে বাঁচাতে গিয়েছিলেন অন্যজন । কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনেরই মর্মান্তিক ভাবে মৃত্যু হল । আজ মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা শহরের ১২ নম্বর ওয়ার্ড খয়রাপাড়ায় এলাকায় । মৃত দম্পতির নাম হারাধন খয়রা (৬০) ও ছায়া খয়রা (৫৩)। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
জানা গেছে,হারাধন খয়রা ও ছায়া খয়রার এক মেয়ে ও এক ছেলে । মেয়ের বিয়ে হয়ে গেছে । ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । মেয়ের ১০ বছরের ছেলেকে নিয়ে থাকতেন ওই দম্পতি ।
স্থানীয় সূত্রে খবর,সন্ধ্যা নাগাদ এক প্রতিবেশী দম্পতির বাড়িতে আসেন । তিনি দেখেন মেঝের উপর নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছেন হারাধনবাবু । কিছুটা পাশে লোহার গ্রিলে ঠেস দিয়ে বসে রয়েছেন ছায়াদেবী । অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেলে প্রতিবেশীর সন্দেহ হয় । তখন তিনি একখন্ড বাঁশ দিয়ে গ্রিল স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন । এরপর তিনি লোকজন ডাকেন এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয় । দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গুসকরা হাসপাতালে । কিন্তু শেষরক্ষা হয়নি । ঘটনার সময় দম্পতির নাতি বাড়িতে না থাকায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় ।।