এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন, ২৪ জুন : ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন । সম্প্রতি আমেরিকার সংবাদপত্র নিউইয়র্ক পোস্টে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয় । ওই প্রতিবেদনে দাবি করা হয় হান্টার বাইডেন এক রুশিয়ান কলগার্লকে ২৫ হাজার ডলার অর্থাৎ ১৮ লাখ ৫৫ হাজার টাকা পেমেন্ট করেছিলেন বাবা জো বাইডেনের অ্যাকাউন্ট থেকে ।
রিপোর্ট অনুযায়ী জানা গেছে, হান্টার বাইডেন ২০১৮ সালে বিদেশ যাত্রার সময় হলিউডের Chateau Marmount হোটেলে এক কল গার্লের সঙ্গে রাত কাটিয়েছিলেন । হান্টার তাঁর পছন্দের ‘এমরাল্ড ফ্যান্টাসি গার্লস’ সাইটে নিজের জন্য ‘রাশিয়ান ও সবুজ চোখ বিশিষ্ট’ ইয়ানা নামের একজন কল গার্লকে পছন্দ করেছিলেন । তার সঙ্গে হোটেলে রাত কাটান । ভদকা পান করেন । দু’জনের শারিরীক সম্পর্ক তৈরি হয় । যৌন মিলনের ভিডিও রেকর্ড করেন । ইয়ানা কয়েকদিন ধরে হান্টারের সঙ্গেই ওই হোটেলেই কাটিয়েছিল ।
সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী জানা গেছে,বাবার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার তথ্য সামনে আসে হান্টারের ল্যাপটপ থেকে । হান্টার তাঁর ল্যাপটপ ডাইরির মত ব্যবহার করতেন । তাতে বহু মেসেজ, ছবি ও আর্থিক লেনদেনের রেকর্ড সেভ করা ছিল । ঘটনার এক বছর পর নিজের ল্যাপটপটি মেরামতির জন্য দোকানে দিয়েছিলেন । তারপর উনি ল্যাপটপের কথা ভুলে গিয়েছিলেন । সম্প্রতি ওই ল্যাপটপ থেকে সমস্ত তথ্যের আমেরিকার ওই সংবাদপত্রটি স্ক্রীন শর্ট তুলে রাখে ।
প্রতিবেদন থেকে জানা যায়, হান্টার ২০১৮ সালের ২৪ মে গুলনোরা নামের এক মহিলাকে তাঁর ক্যাশ ট্রান্সফার অ্যাপ Zelle-র সঙ্গে যুক্ত করেন । ওই মহিলা ‘এমরাল্ড ফ্যান্টাসি গার্লস’-এ একজন এজেন্ট হিসাবে কাজ করত । হান্টার অ্যাপের সাহায্যে ওই মহিলাকে সাহায্যে টাকা পাঠানোর চেষ্টা করেছিলেন । কিন্তু ডেবিট কার্ড কাজ না করায় সম্ভব হয়নি । পরের দিন সকাল পর্যন্ত এই সমস্যা ছিল । বারবার চেষ্টা করেও নিজের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারেননি হান্টার । এদিকে টাকার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল ওই কলগার্ল । শেষে বাবা জো বাইডেনের অ্যাকাউন্ট থেকে প্রথমে ৮০০০ ডলার, পরে ফের ২০০০ হাজার ডলার ওই কল কার্লকে মেটান হান্টার । পরে সকাল ১১ টা নাগাদ ফের ৩ খেপে ৩৫০০ ডলার,৮০০০ ডলার ও ৩৫০০ ডলার পেমেন্ট করেন । সব মিলিয়ে প্রায় ২৫ হাজার ডলার বা ১৮ লক্ষ টাকা মেটান হান্টার ।
হান্টার ও তাঁর বাবা জো বাইডেনের আর্থিক লেনদেন উলটো পালটা হয়ে যাওয়ার কারনেই এই ঘটনা ঘটে বলে দাবি ওই সংবাদপত্রের । হান্টারের ল্যাপটপের মেসেজ থেকে জানা গেছে ওই রাশিয়ান মহিলার নাম ” রোব” । মহিলা মেসেজে লিখেছেন, “হাই,আমার নাম রোব। আমি Chateau Marmount -এ রয়েছি । তুমি কি এখন ফাঁকা আছ ?’ এরপর ওই কল গার্ল টাকা পেয়ে যাওয়ার খবর হান্টারকে দেয় । সেই সঙ্গে সে মেসেজে লেখে, ” ফের যদি তুমি আমার সঙ্গে সময় কাটাতে চাও তাহলে ফের আসতে পারো ।” কিন্তু বর্তমানে ইয়ানা নামের ওই মহিলার ফোন নম্বর বন্ধ হয়ে গেছে । এমনকি নিষ্ক্রিয় হয়ে গেছে “এমারাল্ড ফ্যান্টাসি গার্লস” সাইটটিও ।।