এইদিন স্পোর্টস নিউজ,০২ এপ্রিল : ভারতের টি-২০ বিশ্বকাপ জয় কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তান ও বাংলাদেশের মুসলিমরা । একদিকে এই জয় ভারতে কোটি ভক্তের যেমন স্বপ্ন পূরণ করেছে । অন্যদিকে তেমনি চুড়ান্ত হতাশ হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মুসলিমরা । সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ৭ রানে ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সূর্য কুমার যাদবের অবিশ্বাস্য একটা ক্যাচ । ক্রিকেটের ইতিহাসে ক্যাচটি প্রথম সারিতে জায়গা করে নিয়েছে । এছাড়া ফাইনালে সূর্যকুমার যাদবের দুর্দান্ত ক্যাচটিকে ‘ক্যাচ অফ দ্য ম্যাচ’ হিসাবে বিবেচনা করা হচ্ছে । আর ওই ক্যাচ নিয়েই প্রশ্ন তুলে ভারতকে ছোট করার প্রয়াস চালানো হচ্ছে ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও এবং নিয়মের দোহাই দিয়ে বলা হচ্ছে যে সূর্যের পা ছুঁয়েছিল বাউন্ডারি লাইনে । এই ক্যাচ নিয়ে হট্টগোলের মধ্যেই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি শন পোলক এই বিতর্কে জল ঢেলে দিয়েছেন ৷ পোলকের সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । শন পোলক সূর্যের এই ক্যাচের প্রশংসা করে বলেছেন, ‘ক্যাচটি ছিল আশ্চর্যজনক। সূর্যের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেনি। পোলকও সূর্যের অসামান্য দক্ষতার প্রশংসা করে বলেছেন, এটি দক্ষতার একটি ভালো উদাহরণ । পাশাপাশি তাকে প্রশ্ন করা পাকিস্তানের সাংবাদিককে পরামর্শ দিয়েছেন,ভারতের জয়কে মেনে নিন ।
টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার যখন বিপজ্জনক হয়ে উঠেছিলেন সেই সময় হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের প্রথম বলেই এই ক্যাচ নেন সূর্য কুমার যাদব । বাউন্ডারি লাইনের কাছে বলটি ধরে শুণ্যে ছুড়ে দেন । তারপর বাউন্ডারির বাইরে থেকে শুন্যে লাফ দিয়ে বলটি ফের ধরে মাঠে ঢোকেন । তিনি এই ক্যাচ মিস করলে হয়তো ভারত ট্রফি হারাতে পারত। এই ক্যাচের জন্য টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে সেরা ফিল্ডারের পুরস্কারও পান সূর্য।
ক্রিকেট আইন ১৯.৩.২-এ বলা হয়েছে যে সীমানা কুশনগুলি তাদের আসল জায়গায় থাকা উচিত। যদি কোন কারণে তারা স্থানান্তরিত হয় তবে তাদের তাদের আসল স্থানে স্থাপন করা উচিত। সূর্য যখন ক্যাচ নিয়েছিলেন তখন কুশনটা কয়েক মিলিমিটার পিছিয়ে গেছে বলে দাবি করা হচ্ছিল । কুশন যদি বাউন্ডারি লাইনে থাকত, তাহলে দক্ষিণ আফ্রিকা ৬ রান করত এবং মিলারের আউট এড়াতে পারত। আম্পায়ারের এ দিকে নজর দেওয়া উচিত ছিল বলে অনেকে সমালোচনা করেন । কিন্তু এখন পোলকের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে কোনও কারণে কুশন পিছিয়ে গেলেও সূর্যের ক্যাচে কোনো আইন ভঙ্গ হয়নি এবং তা নিয়ে কোনও বিতর্ক নেই ।।