আমিরুল ইসলাম,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৪ জুন : গাড়ির ওভারলোড আটকাতে এবার রাতভর অভিযানে নেতৃত্ব দিলেন খোদ কাটোয়ার মহকুমা শাসক । বুধবার গভীর রাতে মঙ্গলকোট থানার পুলিশবাহিনীকে সঙ্গে নিয়ে লোচন দাস সেতুতে নজরদারি চালান মহকুমা শাসক প্রশান্ত রাজ শুক্লা । আটক করা হয় ৪ টি ওভারলোডেড গাড়ি ।
রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে সম্প্রতি রাজ্য জুড়ে ওভারলোড গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ । মন্ত্রীর নির্দেশ মত মঙ্গলকোট জুড়ে অভিযান চালানো হচ্ছে । বুধবার রাতে অভিযানে নেতৃত্ব দেন কাটোয়ার মহকুমা শাসক । মহকুমা শাসক প্রশান্ত রাজ শুক্লা জানান, মঙ্গলকোটের লোচন দাস সেতুতে নজরদারি চালিয়ে দুটি ধান বোঝাই গাড়ি,একটি করে পাথর ও বালি বোঝাই গাড়ি আটক করা হয়েছে । প্রত্যেক গাড়িই ওভারলোড ছিল । গাড়িগুলি জরিমানা করা হয়েছে । আগামী দিনেও নজরদারি চালানো হবে ।
উল্লেখ্য,মঙ্গলকোট ব্লক দিয়ে বয়ে গেছে অজয় নদ । রয়েছে একাধিক বালিঘাট । ফলে এলাকার বিভিন্ন সড়কপথগুলি দিয়ে প্রতিনিয়ত বালি বোঝাই অসংখ্য গাড়ি যাতায়ত করে । এদিকে বীরভূম থেকে পাথর বোঝাই গাড়িগুলি মূলত মঙ্গলকোটের উপর দিয়েই যায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওভারলোডেড বালি ও পাথর বোঝাই গাড়ি যাতায়তের কারনে এলাকার সড়কপথগুলি অল্প দিনেই বেহাল অবস্থা হয়ে যায় । এই অবস্থায় ওভারলোড গাড়ি বন্ধে প্রশাসন উদ্যোগী হওয়ায় খুশি মঙ্গলকোটবাসী ।।