এইদিন ওয়েবডেস্ক,সাউদাম্পটন,২৩ জুন : প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(ডবলুটিসি) খেতাব অর্জন করল নিউজিল্যান্ড । ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়নশিপের ফাইন্যাল খেলাটি বৃষ্টির জন্য অতিরিক্ত দিন পর্যন্ত গড়ায় । ভারত টসে হেরে প্রথমে ব্যাট করে ২১৭ রান করে । জবাবি ব্যাটিংয়ে নিউজিল্যান্ড ২৪৯ রান করে । এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ১৭০ রানে অল আউট হয়ে যায় । জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ছিল ১৩৯ রানের লক্ষ্য । কিউয়ি টিম তা অনায়াসে হাসিল করে ফেলে । শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের খেতাব ছিনিয়ে নেয় কিউয়ি টিম ।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৫২ ও রস টেলর ৪৭ রান করে নট আউট প্যাভেলিয়নে ফিরে যান । টিম ইন্ডিয়ার তরফে দ্বিতীয় ইনিংসে উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ সর্বাধিক ৪১ রান করেন । অন্যদিকে রোহিত শর্মা ৩০,রবীন্দ্র জাদেজা ১৬,অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পুজারা ১৫-১৫ রান করেন । দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের টীম সাউথি সর্বাধিক ৪ উইকেট পান । এছাড়া ট্রেন্ট বোল্ট,জেমিসন ও নীল ওয়াগনর পান যথাক্রমে ৩,২ ও ১ টি করে উইকেট । জেমিসন দুই ইনিংসে ৬১ রান দিয়ে ৭ উইকেট অর্জন করেন ৷ এই অসাধারন বোলিং পারফরম্যান্সের জন্য জেমিসনকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয় । ভারতের তরফ থেকে রবিচন্দ্রন অশ্বিন টম লাথামকে ৯ রানে ও ডেভন কনওয়েকে ১৯ রানে প্যাভেলিয়নে ফেরত পাঠান ।।