এইদিন স্পোর্টস নিউজ,৩০ জুন : দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত । শনিবার রাতে ব্রিজটাউন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে রোহিত শর্মার দল । বিরাট কোহলি ৭৬ রানের দুর্দান্ত অবদান রাখেন। কোহলির ধৈর্যশীল খেলা ভারতকে প্রতিযোগিতামূলক স্কোর করতে সক্ষম করেছিল । যখন ভারত তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছিল সেই সময় বিচক্ষণতা দেখিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ‘কিং’ কোহলি । ফলে ভারত ৭ উইকেটে জিততে সক্ষম হয়। তবে সূর্য কুমার যাদবের অবিশ্বাস্য একটা ক্যাচ এবং হার্দিক পান্ডিয়ার অসাধারণ বোলিং ভারতকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ।
ম্যাচে সেরা ব্যাটিং পারফরম্যান্স করা বিরাট ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন। পুরষ্কার গ্রহনের সময় বিরাট কোহলি বলেছেন যে আজ সত্যিই সেরা মুহূর্ত। এবারে তরুণ প্রজন্মের উচিত ক্রিকেট দলের নেতৃত্ব নেওয়া। বিরাট কোহলি এই বলে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন যে এটাই তাঁর শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ । রোহিত শর্মাও আন্তর্জাতিক টি-২০ ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন । তিনি বলেছেন, এটিই ছিল আমার শেষ টি-টোয়েন্টি খেলা। আমি এই ফর্ম্যাটটিকে শুরু করার সময় থেকে উপভোগ করেছি।
এখন এই ফর্ম্যাটট থেকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভাল সময় হবে না । আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি । দআমি এই ফর্ম্যাটে দেশের হয়ে খেলে আমার ক্যারিয়ার শুরু করেছি । আমি কাপ জিততে চেয়েছিলাম ।’
শনিবার রোহিত শর্মার নেতৃত্বে, টিম ইন্ডিয়া ১৩ বছর পর টি-২০ বিশ্বকাপ জেতায় দেশ জুড়ে অকাল দীপাবলি উদযাপন হয়। জম্মুতে প্রচুর ক্রিকেট অনুরাগী জড়ো হয়ে ভারতের অভুতপূর্ব বিজয় উদযাপন করা হয় আতসবাজি পুড়িয়ে । জম্মুর মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন । একই চিত্র দেখা গেছে নাগপুরে । মহারাষ্ট্রের কোলহাপুর ও কেরালায় কোথাও কোথাও মানুষ রাস্তায় নেমে দেশের বিজয় উদযাপন করেন ।।