শূন্যতায় কেমন কাটবে জীবন যাপন
এই ভেবে ভেবেই
জীবন বইয়ে নিলো তার আয়ুর রেখায়
অনেকটা সময়… !
ভয় ভীতি আতঙ্কে
ভরসার খোঁজ করতে করতেই
হারালো অনেক কিছু…!
যে আনন্দ তাকে ঘিরে উন্মাদ হতে চেয়েছিল
তুমুল ভাবে,
চেয়েছিল সুখের নদী হবে, হবে নদী তীরের শান্ত
হাওয়া…জুড়াবে অপেক্ষার জ্বালা!
অবহেলায় হেলাফেলা হলো সব,
সময় পাশ কেটে চলে গেলো কখন
খেয়ালে পড়লো না ধরা!
ক্রমশ ভরা মাঠ, ফসলি ক্ষেত
নীলাকাশে পাখিদের ডানা মেলা
ফিরে গেলো
নিভে যাওয়া আলোর মতন!
অবশেষে শূন্যতা উঠোনে হাজির
কি আশ্চর্য!
যাকে ভয় পেয়ে কাটিয়েছি দিন
যার কথায় কণ্ঠ শুকিয়ে যেতো
চোখেতে প্লাবন হতো…
সে এতটা সহজ…
আসলে শূন্যতা বলে কিছু নেই
এই অনুভব ছিল না বলেই ভয়
ভয় দেখাতো রোজ দিন…!
যে ফুলের ঘ্রাণ নাকে শুকে দেখিনি
শুধু গোলাপের দিকে দিয়েছি মন,
শূন্যতা এলো বলে তাকে চিনলাম!
যে স্নেহ শুধু নাড়ী ছেড়া বলে
অধিকারে
জড়িয়ে ছিলাম …!
তারচেয়ে অধিক স্নেহের খোঁজ শূন্যতা চিনিয়ে দিলো…!
যে অক্ষমতায় রোজ নিভে থাকতাম
তাতে আলো জ্বেলে দিতে শিখলাম
সক্ষমতার….
আমার শূন্যতা পূর্ণ হওয়ার উৎস খনি,
আমার শূন্যতা চেতনায় রেনেসাঁস
নতুনের জাগরনে
জীবন যাপন !