এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৯ জুন : ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট বাক্স নিয়ে যাওয়া গাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে । হামলার ফলে দুই নিরাপত্তারক্ষী নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ইরানের হালুশ নিউজ ওয়েবসাইট আজ শনিবার,দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাস্ক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রধারীরা রাস্ক থেকে সদর দফতরে ব্যালট বাক্স বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের নেতা মাসুদ আল মাবজিকিয়ান হামলার নিন্দা করেছেন এবং একে “অপরাধীদের” কাজ বলে অভিহিত করেছেন। তবে কে বা কোন গোষ্ঠী এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। গতকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ১৪ তম রাউন্ডে ৪০ শতাংশ ইরানি অংশগ্রহণ করে । এটি লক্ষণীয় যে ইরানের নির্বাচনে প্রার্থীরা প্রয়োজনীয় ভোট না পেয়ে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় রাউন্ডে চলে যান ।
সর্বশেষ খবর অনুযায়ী, ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ২৪,৫৩৫,১৮৫ টি ব্যালট গণনা করা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান ১০,৪১৫,৯৯১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, সাঈদ জালিলি পেয়েছেন ৯,৪৭৩,২৯৮ ভোট ৷ কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, আগামী ৫ জুলাই শুক্রবার সারাদেশে রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হবে।।