এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ জুন : ফের তৃনমুল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহাঁকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের বিয়ে নিয়ে একটি বিবৃতি জারি করেছিলেন নুসরত জাহাঁ। তিনি জানিয়েছিলেন, নিখিল জৈনের সাথে তাঁর বিয়ে হয়নি উপরন্তু তাঁরা “লিভ ইন রিলেশনশিপ”-এ ছিলেন । এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ‘নুসরত জাহাঁ সিঁদুর পড়ে ভারতীয় সংস্কৃতিকে লজ্জিত করছেন । উনি বিয়ের পর প্রীতিভোজের আয়োজন করেছিলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রন জানিয়েছিলেন । অথচ বলছেন বিয়েই হয়নি । এটা টিএমসির বিচারধারা হতে পারে, ভারত বা বাংলার বিচারধারা নয় ।’ দিলীপবাবু বলেন, ‘ওনাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা দরকার । উনি যে যে পদে আছে সব পদ থেকে ইস্তফা দেওয়া উচিৎ ।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ মে তুর্কীতে গিয়ে বিয়ে করেছিলেন ব্যাবসায়ী নিখিল জৈন ও অভিনেত্রী নুসরত জাহাঁ । বিয়েতে অল্প সংখ্যক মানুষই শরীক হয়েছিলেন । ওই বছর লোকসভা নির্বাচনে নুসরত তৃণমূলের টিকিটে জয়লাভ করেন । পরে কলকাতার একটি পাঁচতারা হোটেলে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল । তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু ব্যক্তিত্ব সামিল হয়েছিলেন । যদিও সম্প্রতি নুসরত জাহাঁ দাবি করেন, ‘ভারতীয় আইন অনুযায়ী ওনাদের বিয়ে হয়নি । তাই ডিভোর্স দেওয়ারও দরকার নেই ।’
দিলীপ ঘোষ বলেন, ‘উনি একজন মহিলা সাংসদ । এক যুবককে বিয়ে করলেন । সিঁদুর পড়লেন । প্রীতিভোজে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রন করলেন । আর বলছেন ওনার বিয়েই হয়নি ।’ পাশাপাশি নুসরত জাহাঁর সাংসদ পদ থেকে ইস্তফার দাবি তোলেন দিলীপবাবু ।।