জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),২৮ জুন : ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পকে সফল করে তুলতে রাস্তায় নামল পূর্ব বর্ধমান জেলার গুসকরার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মেনে আজ শুক্রবার গুসকরা পুরসভার অন্তর্গত কেলেটি জিএ বিদ্যাপীঠ (এইচ.এস) এর ছাত্রছাত্রীরা এই র্যালিতে অংশগ্রহণ করে। আউশগ্রাম থানা, গুসকরা পুলিশ ফাঁড়ি ও গুসকরা ট্রাফিক গার্ডের আধিকারিক ও কর্মীদের সক্রিয় সহযোগিতায় র্যালি শুরু হয় নদীপট্টি থেকে এবং শেষ হয় স্কুলমোড়ে। যাওয়ার পথে পথচলতি মানুষদের হাতে তারা বিভিন্ন সচেতনতামূলক আবেদন সমৃদ্ধ লিফলেট তুলে দেয় এবং ট্রাফিক আইন মেনে চলাচল করার জন্য অনুরোধ করে। হেলমেট বিহীন মোটরসাইকেলে চালকদের হেলমেট ব্যবহার করার জন্য আবেদন জানানো হয় । পাশাপাশি অযথা দ্রুতগতিতে গাড়ি না চালানর জন্যেও আবেদন করে পড়ুয়ারা । র্যালিকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে এলাকাবাসী সহ শহরে আগত মানুষদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়।
বিদ্যালয়ের শিক্ষক অরিজিৎ মুখার্জ্জী, কেনারাম ঘোষ এবং শিক্ষিকা পম্পা মুখার্জ্জী ও সুচিত্রা হাজরার নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই র্যালিতে অংশগ্রহণ করে। বিশিষ্ট মনোবিদ তানেয়া মুখার্জ্জী বলেন,’বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সাধারণ মানুষের উপর যথেষ্ট প্রভাব ফেলে। আমার মনে হয় এক্ষেত্রেও মানুষের মনে একটা ইতিবাচক প্রভাব পড়বে।’
অরিজিৎ বাবু বলেন,’আমরা আশাকরি সন্তানসম ছেলেমেয়েদের রাস্তায় নেমে আবেদন করতে দেখে সাধারণ মানুষের মন যথেষ্ট বিচলিত হবেই এবং তারা ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করবে এবং তখনই আমাদের প্রচেষ্টা সফল হবে। সহযোগিতার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তিনি পুলিশ আধিকারিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা প্রার্থনা করেন।’।