এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৮ জুন : আজ শুক্রবার ভোরবেলায় কর্ণাটকের হাভারি জেলার বাদাগি তালুকের গুন্ডেনাহাল্লি ক্রসের কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের অন্ধ ফুটবল দলের অধিনায়ক মনসা ৷ হাভেরি জেলার সাভাদত্তি ইয়াল্লাম্মা দেবের তীর্থযাত্রা থেকে ফেরার সময় ভদ্রাবতী তালুকের এমমেহাট্টি গ্রামের বাসিন্দা একই পরিবারের ১৩ সদস্যের মৃত্যু হয়েছে। মনসাদের গাড়ি একটি দাঁড়িয়ে থাকে ট্রাকে সজোরে ধাক্কা দিলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে ।
২৪ বছর বয়সী মনসা, ভারতের দৃষ্টি প্রতিবন্ধী মহিলা ফুটবল দলের অধিনায়ক, যিনি মারা যাওয়া ১৩ জনের মধ্যে রয়েছেন । অন্ধ হওয়া সত্ত্বেও, মনসা যোগ্যতার সাথে তার এএসসি ডিগ্রি সম্পন্ন করেছিলেন, অন্ধ ফুটবলে ভারতের অধিনায়ক হয়েছিলেন। অনেক ম্যাচ জিতে দেশের গৌরব বাড়িয়েছিলেন তিনি । মনসা ভদ্রাবতীর প্রথম তরুণী যিনি ব্রেন স্ক্রিপ্টের মাধ্যমে এএসপি করেছেন । ব্যাঙ্গালোরে অনুশীলন করতেন মনসা । তাঁর ঘনিষ্ঠ আত্মীয়রা বলছেন যে পরিবারের সাথে ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন মনসা ৷ তার মৃত্যুতে অনেকেই শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।।