এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ জুন : গত বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নিযুক্ত এক প্যানেলের রিপোর্টে বলা হয়েছিল যে মিড ডে মিল বা অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার সরবরাহের প্রকল্পেও ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছিল । গত বছরের জানুয়ারি মাসে পিএম পোষণ (PM POSHAN) প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করার জন্য গঠিত ‘যৌথ পর্যালোচনা মিশন’ বা জেআরএম (JRM) এর রিপোর্টেই এই কেন্দ্রীয় প্রকল্পে এই অনিয়ম ধরা পড়েছে । আজ শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা অভিযোগ তুলেছে মিডডে মিলের দুর্নীতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে সরাসরি যুক্ত । মুখ্যমন্ত্রী কিভাবে এই দুর্নীতিতে যুক্ত সেটাও ব্যাখ্যা করেছেন তিনি ।
শুভেন্দু অধিকারী বলেন,’মিডডে মিলের দুর্নীতিতে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত ৷ কারণ ২০২৩ সালে তিনি যখন হিঙ্গলগঞ্জে কম্বল বিতরণ করতে গিয়েছিলেন সেই সময় মিডডে মিলের টাকা থেকে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন এক কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর মিটিং এবং কম্বল কেনার ব্যবস্থা করেছিল । মুখ্যমন্ত্রী যখন ২০২২ সালে রামপুরহাটের বগডুইতে ক্ষতিপূরণ দিয়েছিলেন সেই ক্ষতিপূরণের চেক রামপুরহাট দু’নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সই করা মিড ডে মিলের একাউন্টের চেক ছিল । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান করে, পাবলিসিটি করে,করমন্ডল এক্সপ্রেসের আহতদের যখন কুড়ি হাজার টাকা করে তুলে দিয়েছিলেন, সেই চেকগুলো ছিল ভগবানপুর এক নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা থেকে । তাই এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর নিজে যুক্ত ।’
প্রসঙ্গত,প্যানেলের রিপোর্টে দাবি করা হয়েছিল ২০২১-২২ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে ১৪০ কোটি ২৫ লক্ষ মিড ডে মিল পরিবেশনের দাবি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে আদতে এর থেকে ১৬ কোটি মিড ডে মিল কম পরিবেশন করা হয়েছে। ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে মিড ডে মিলের ভুল সংখ্যা দেখিয়ে কারচুপি করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, যত সংখ্যক মিড ডে মিল পরিবেশন করা হয়েছে, খাতায়-কলমে তার থেকে বেশি সংখ্যা দেখানো হয়েছে । এই ভাবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে দাবি করা হয়েছিল রিপোর্টে। মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে ৷ কিন্তু দেড় বছর অধিক সময় অতিক্রান্ত হলেও কেন তদন্তের গতি স্তব্ধ হল তা সংশ্লিষ্ট দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানতে চাইবেন বলে আজ জানিয়েছেন শুভেন্দু অধিকারী ।।