এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ জুন : আজ শুক্রবার প্রবল বৃষ্টির সময় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ধসে একজনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে বেশ কয়েকজন ৷ আজ ভোর ৫ টা নাগাদ ঘটনার পর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় । ছাদের ছাউনির ধসে পড়া অংশ টার্মিনাল বিল্ডিংয়ের বাইরে যানবাহনের উপর পড়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই । বলা হয়েছে,আহত ব্যক্তিদের মধ্যে একজনকে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে যার উপর একটি লোহার বিম পড়েছিল ।
বিমানবন্দরটি পরিচালনাকারী দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বলেছে, টার্মিনাল ওয়ানে আগত ফ্লাইটগুলি শুক্রবার দুপুর ২ টা পর্যন্ত বাতিল করা হয়েছে । বিমানবন্দরের টার্মিনাল দুই ও টার্মিনাল তিন থেকে সব ফ্লাইট চালু আছে । কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু
সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন,বিমান সংস্থাগুলিকে টি ১-এ সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার পরামর্শ দিয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে । তিনি ঘটনাটি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন ।।