এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৮ জুন : ইরানের কুর্দিস্তান (Kurdistan)প্রদেশের সানন্দজ (Sanandaj) এলাকায় দুই সন্তানের জননী নারমিন পিরহামান (Nermin Pirhaman) রবিবার তার স্বামীর হাতে খুন হয়েছেন । অপরাধীর দ্বারা “সম্মান হত্যা” (honor killing) হিসাবে বর্ণনা করা এই হত্যাকাণ্ডটি আবারও ইরানে নারীর প্রতি সহিংসতার চলমান ইস্যুকে তুলে ধরেছে। হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস অনুসারে, সানন্দাজে একটি বিবাহবিচ্ছেদ অফিসের বাইরে পিরহামান যখন অপেক্ষা করছিলেন সেই সময় তার স্বামী হেশমত কালাই(Heshmat Kalaei) প্রকাশ্যে তাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় । আক্রমণটি মাদার স্কোয়ার এবং সিরাস স্ট্রিটের মধ্যে ঘটেছিল, যেখানে পিরহামানকে ২০ বার ছুরিকাঘাত করা হয়েছিল বলে জানা গেছে।
মামলার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঘটনার কয়েক মাস আগে পিরহামান তার স্বামীর বাড়ি ছেড়ে চলে যায়। হত্যার দিন, কালাই তাকে বিবাহবিচ্ছেদে সম্মত হওয়ার ভান করে তাকে ওই স্থানে নিয়ে যায় বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কালাইয়ের গ্রেপ্তারের খবর দিয়েছে। প্রসঙ্গত,ইরানে পারিবারিক বিরোধের জেরে প্রায়শই নারীহত্যার ঘটনা ঘটে থাকে । স্বামীর অবৈধ সম্পর্কের কারনে বিবাহ বিচ্ছেদ চাওয়া ইরানি নারীরা প্রায়শই হিংসার শিকার হয় ।।