শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৬ জুন : একের পর এক গ্রাম থেকে ছাগল চুরি করে গাড়িতে তুলছিল দুষ্কৃতীদের একটা দল । তার মধ্যে একটা গ্রামে চলছিল গ্রাম্যদেবীর পূজানুষ্ঠান । গ্রামবাসীদের বিষয়টি নজরে পড়লে দুষ্কৃতীদের দলটি হাতেনাতে ধরে ফেলে । শুরু হয় গনধোলাই । শেষে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ওই দুষ্কৃতী দলটিকে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধার করা হয় বেশ কিছু ছাগল । চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মোহাম্মদ মহিদুল,মোহাম্মদ আরশাদ ও সোহান শেখ । ধৃতদের বাড়ি যথাক্রমে কলকাতার খিদিরপুর, মেটিয়াব্রুজ ও পার্ক স্ট্রিট এলাকায় ।
জানা গেছে, বুধবার মন্ডল গ্রামে ছিল জগৎ গৌরী মাতার পূজো । গ্রামের লোকজন দেবীর পূজোয় ব্যস্ত ছিলেন । সেই সময় পার্শ্ববর্তী বড়পলাশন গ্রামে ছাগল চুরি করে মাঝের গ্রামে হানা দেয় ওই দুষ্কৃতী দলটি । পাশাপাশি গ্রাম হওয়ায় পূজো উপলক্ষে এক গ্রাম থেকে অন্য গ্রামে লোকজনের আনাগোনা চলছিল । সেই সময় ছাগল চুরির বিষয়টি গ্রামবাসীদের নজরে পড়লে মোহাম্মদ মহিদুল এবং মোহাম্মদ আরশাদকে ধরে ফেলে । বেগতিক বুঝে চম্পট দেয় সোহান শেখ । এরপর দুই দুষ্কৃতীকে বেদম মারধর করে গ্রামবাসীরা । পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায় । তৃতীয় দুষ্কৃতীও পরে ধরা পড়ে পুলিশের হাতে ।
এই ঘটনায় মেমারি থানা বড়পলাশন গ্রামের শেখ মোস্তাক ও সেখ সামিউল হক,পার্শ্ববর্তী দেনুর গ্রামের বাসিন্দা আজগর আলী শেখ থানায় অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতেই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ । আজ বৃহস্পতিবার ধৃতদের কানলা আদালতে তোলা হয় ।।