এইদিন ওয়েবডেস্ক,লিলুয়া(হাওড়া),২৭ জুন : মিডডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হলেন ২ শিক্ষিকা । হাওড়া জেলার লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়ায় দিবাকর ভট্ট এস আর সারাদামনি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা । প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহকারী শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্মকে গুরুতর দগ্ধ অবস্থায় কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে । তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
জানা গেছে,আজ বৃহস্পতিবার সকালে যথারীতি বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মিড ডে মিল রান্না চলছিল । পাশাপাশি ক্লাসও চলছিল । রান্নার কাজের তদারকি করছিলেন তাপসী গোস্বামী ও ইমলি সাহা ব্রহ্ম । সেই সময় আচমকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে । পড়ুয়াদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গুরুতর অগ্নিদগ্ধ হন দুই শিক্ষিকা । বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে । পরে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । পুলিশ অগ্নিদগ্ধ দুই শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করে । গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলকর্মীদের । এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ।।