এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান,২৩ জুন : বাড়িতে তালা ঝুলিয়ে স্বামী-স্ত্রী মিলে মেয়ের বাড়িতে গিয়েছিলেন । সেই সুযোগে রাতের অন্ধকারে বাড়ির একাধিক তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে যাবতীয় নগদ ও সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর থানার অন্তর্গত আলীনগর গ্রামে । গৃহকর্তা সুভাষ ঘোষ জানিয়েছেন, কুড়ি ভরির অধিক সোনার গহনা ও নগদ আড়াই লক্ষ টাকা খোওয়া গেছে । বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে পান্ডবেশ্বর থানার পুলিশ । তবে এদিন বিকেল পর্যন্ত পুলিশ চুরির কোনও কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।
আলীনগর গ্রামের বাসিন্দা সুভাষ ঘোষ ও তাঁর স্ত্রী বাড়িতে থাকেন । তাঁদের মেয়ের দূর্গাপুরে বিয়ে হয়েছে । সুভাষ বাবুর ভাইপো কাঞ্চন ঘোষ বলেন ‘মঙ্গলবার কাকু ও কাকিমা বাড়িতে ছিলেন না । তাঁরা দুর্গাপুরে মেয়ের বাড়ি গিয়েছিলেন । সেই সুযোগে ওই দিন রাতে দুষ্কৃতীরা বাড়ির গেটসহ একাধিক দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে । তারপর তারা আলমারির লকার ভেঙে কাকু ও ওনার মেয়ের মিলে প্রায় আড়াই লক্ষ টাকা নগদ ও ২৩০ গ্রাম সোনার গহনা লুটপাট চালায় । সেই সঙ্গে আলমারিতে যে সমস্ত জরুরি কাগজপত্র ছিল সব তথনচ করে দিয়ে যায় দুষ্কৃতিরা ।’
এদিন সকালে সুভাষবাবুরা বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির গেটসহ একাধিক ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে । ভিতরে ঢুকে দেখেন আলমারির লকার ভাঙা । আলমারিতে টাকা পয়সা সোনাদানা যা কিছু ছিল সব উধাও হয়ে গেছে । কেবল গহনার খালি বাক্সগুলো আলমারির সামনে পড়ে রয়েছে । এই দৃশ্য দেখে কার্যত ভেঙে পড়েন ওই দম্পতি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । পরে এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সুভাষবাবু ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।।