এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৬ জুন : উত্তরাখণ্ডের এক বছর বাইশের তরুনী এইডসে আক্রান্ত । তার পেশাও বেশ অভিনব । বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা, সোনার গহনা বগলদাবা করে চম্পট দিত । উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড জুড়ে ভালোই বিয়ে প্রতারণা চক্রের ফাঁদ পেতেছিল তরুনীসহ একটা দল । কিন্তু চক্রের সদস্যরা গত পরশু ইউপি পুলিশের হাতে ধরা পড়ে যায় । সাত সদস্যের দলকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে আনা হলে পুলিশ জানতে পারেন যে ওই মহিলা এইচআইভি পজিটিভ । এছাড়া তরুণীকে বিয়ে করা তিন যুবকেরও এইচআইভি পজিটিভ পাওয়া যায় । পুলিশের সন্দেহ ওই প্রতারণা চক্রের ফাঁদে পড়া আরও মানুষ এইডসের শিকার হতে পারে।
জানা গেছে,ধৃত সাত সদস্যের দলে তরুনীর মা’ও রয়েছে । দলটি স্থানীয়দের সাথে সংযোগ তৈরি করে ‘বিয়ে’র নামে প্রতারণা শুরু করে।
পুলিশ জানিয়েছে, ওই মহিলা স্বীকার করেছেন যে ইতিমধ্যে তিনি পাঁচবার বিয়ে করেছেন। মহিলা আরও জানিয়েছেন যে তাদের মধ্যে তিনজন উত্তরাখণ্ডের বাসিন্দা। পুলিশের তদন্তকারী কর্মকর্তারা বলেছেন যে অন্যান্য পুরুষ এবং তাদের পরিবারের সদস্য যারা বিবাহ জালিয়াতির শিকার হয়েছেন এবং মহিলার সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে । জেল সুপার সীতারাম শর্মা জানিয়েছেন,ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।।