এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৬ জুন : বর্ধমানে এক বিজেপি নেতার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে । বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান-২ ব্লকের বৈকুণ্ঠপুর-২ পঞ্চায়েতের হীরাগাছি গ্রামের বাসিন্দা সুভাষকুমার দত্ত ওরফে বেলি(৪৪) নামে ওই নেতার রক্তাক্ত দেহ হীরাগাছি রেলগেটের কাছে রেললাইনের পাশ থেকে উদ্ধার করে রেলপুলিশ । বিজেপি নেতা দিলীপ ঘোষ ঘটনার তদন্তের দাবি জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ দত্তের মর দেহ পাওয়া গেল শক্তিগড়ের আমড়া রেলগেট সংলগ্ন এলাকায় । অত্যন্ত মর্মাহত এই খবরে। নির্বাচনের সময় খুব সক্রিয় ভাবে কাজ করেছিলেন সুভাষ। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে পরিবারের পাশে আমরা আছি। কিভাবে এই মৃত্যু হল তার তদন্ত হওয়া দরকার। শাসক দলের হাত আছে কিনা সেটার জন্য আমরা তদন্ত দাবি করবো।’
জানা গেছে,জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন সুভাষকুমার দত্ত । মঙ্গলবার রাত ১২ টা নাগাদ ব্যক্তিগত কাজের কথা বলে বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি । রাত দেড়টা নাগাদ তাকে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । এদিকে ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দের সৃষ্টি হয়েছে । যদিও দাবি করা হচ্ছে যে গেটম্যানের চোখের সামনে নাকি ঘটনাটি ঘটেছে । আচমকা দ্রুত গতির ট্রেনের সামনে চলে এলে ট্রেনের ধাক্কায় সুভাষবাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয় ।।