এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ জুন : ইতিমধ্যে বহুবার প্রকাশ্যে মঞ্চে ‘ভারত মাতা কি জয়’ শ্লোগান দিতে অস্বীকার করেছেন হায়দরাবাদ থেকে নির্বাচিত এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে (Asaduddin Owaisi) । কিন্তু সেই ওয়াইসির মুখেই মঙ্গলবার (২৬ জুন) লোকসভা সদস্য হিসাবে শপথ নেওয়ার সময় শোনা গেল ‘জয় প্যালেস্টাইন’ স্লোগান । তিনি উর্দুতে শপথ নেন। উর্দুতে শপথ নেওয়া আসাদুদ্দিন ওয়াইসি ‘জয় ভীম, জয় মীম’ বলেন এবং ‘আল্লাহ-হু-আকবার’ স্লোগানও তোলেন, শেষে তিনি ‘জয় ফিলিস্তিন’ও বলেন । এই সময় পূর্ব চম্পারণের বিজেপি সাংসদ রাধা মোহন সিং সভাপতিত্ব করছিলেন এবং নবনির্বাচিত সাংসদদের শপথ পাঠ করাচ্ছিলেন। এদিকে সংসদে ওয়াইসির ‘জয় ফিলিস্তিন’ শ্লোগানের পর ক্ষোভে ফুঁসছেন ভারতীয় হিন্দুরা ৷ তার সাংসদ পদ খারিজের দাবি উঠছে । তেলেঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিং একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘আসাদউদ্দিন ওয়াইসি গতকাল সংসদে জয় ভীম,জয় ভীম এবং জয়….. বলেছেন ৷ আমি ওআইসিকে জিজ্ঞেস করতে চাই, তাহলে তোমার ভারত মাতা কি জয় বলতে আপত্তি কোথায়? যে দেশে খাচ্ছে পরছে, যে দেশে রাজনীতি করছে, আর সেই ‘ভারত মাতা কি জয়’ বলতে লজ্জা লাগে ? আজ যদি কেউ জয় ইসরাইল বলতো তাহলে তুমি কি সংসদে বসে থাকতে ? সঙ্গে সঙ্গে সংসদ থেকে বেরিয়ে আসে ঝামেলা বাধিয়ে দিতে ।’ তিনি আরো বলেন, আমি ওয়াইসিকে বলতে চাই যে ফিলিস্তিনের প্রতি তোমার যদি এতই ভালোবাসা তাহলে ফিলিস্তিনে গিয়ে তাদের সমর্থনে কেন আওয়াজ তুলছো না? যদি হিম্মত থাকে তাহলে ফিলিস্তিনে গিয়ে হাতে বন্দুক তুলে নাও । এই দেশে থেকে সংবাদ মাধ্যমের হেডলাইন হওয়ার জন্য এসব কেন করছ ?’
এদিকে জানা গেছে যে এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য জাতির প্রতি আনুগত্য দেখানোর জন্য তার সংসদ সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছেন অ্যাডভোকেট হরি শঙ্কর জৈন। লোকসভায় শপথ নেওয়ার পরে ওয়াইসি ‘জয় প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন, এটি পরে কার্যধারার রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছিল।
আইনজীবী হরি শঙ্কর জৈন এই বিষয়ে রাষ্ট্রপতির কাছে সংবিধানের ১০২ এবং ১০৩ অনুচ্ছেদের অধীনে আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার ছেলে বিষ্ণু শঙ্কর জৈন এক্স (টুইটার) এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, হরি শঙ্কর জৈন সংসদ সদস্য হিসেবে ওয়াইসির সদস্যপদ বাতিল করার দাবি জানিয়েছেন। আর এক আইনজীবী বিভোর আনন্দও লোকসভা সচিবালয়ে একই অভিযোগ করেছেন ।
সংবিধানের ১০২ অনুচ্ছেদে বলা আছে যে কোন শর্তে একজন সংসদ সদস্য অযোগ্য হতে পারেন। অনুচ্ছেদ ১০২-এর ‘ডি’ অংশে বলা হয়েছে যে একজন সংসদ সদস্য যিনি ভারতের নাগরিক নন বা অন্য কোনও দেশের নাগরিকত্ব নিয়েছেন তাকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। এ ছাড়া অন্য জাতির প্রতি শ্রদ্ধা থাকলে তাকে এ কারণেও অযোগ্য ঘোষণা করা যেতে পারে। যেখানে সংবিধানের ১০৩ অনুচ্ছেদ,১০২ অনুচ্ছেদের অধীনে, দেশের রাষ্ট্রপতিকে সংসদ সদস্যের অযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। এতে বলা হয়েছে যে ১০২ অনুচ্ছেদের অধীনে অযোগ্যতার মামলা হলে তা রাষ্ট্রপতির কাছে রেফার করা উচিত এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। একই অনুচ্ছেদে বলা হয়েছে, অযোগ্যতার জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের পরামর্শ নেবেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এখন দেখার বিষয় রাষ্ট্রপতি আসাদউদ্দিন ওয়াইসির সাংসদ পদ বাতিল করেন কিনা ।।