এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ জুন : বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর ‘শাহাদাত’ মডিউলের আরও এক জঙ্গিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ । পুলিশ জানিয়েছে, ধৃত হেরাজ শেখ নদিয়া জেলার মায়াপুরের বাসিন্দা । হাওড়া স্টেশন চত্বর থেকে পাকড়াও করে পুলিশ । বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকার পানাগড়ের বাসিন্দা ‘শাহাদাত’ মডিউলের পান্ডা ধৃত মহম্মদ হবিবুল্লাকে জেরা করেই পুলিশ হেরাজ শেখের হদিশ মেলে বলে সূত্রের খবর ।
এর আগে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একাধিক টুইট করে বলা হয়েছিল, মহম্মদ হবিবুল্লা মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র। ওই পড়ুয়ার সঙ্গেই পাওয়া গেছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর ঘনিষ্ঠ যোগাযোগ । এই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে কুখ্যাত আন্তর্জতিক জঙ্গি সংগঠন ‘আল কায়দা’র । পানাগড়ের বাড়ি থেকে হবিবুল্লাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিসের এসটিএফ (Special Task Force)।বাড়ি থেকে উদ্ধার হয়েছে জঙ্গিগোষ্ঠীর পুস্তিকা এবং আরও বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইস । তদন্তে জানা যাচ্ছে, ‘বিআইপি’ নামের একটি মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্যের আদানপ্রদান করত ‘আনসার আল ইসলাম’-এর সদস্যরা। ভারত এবং বাংলাদেশে রাষ্ট্রদ্রোহী কার্যকলাপকে সংগঠিত করাই ছিল এই গোষ্ঠীর উদ্দেশ্য । বেআইনী কার্যকলাপ প্রতিরোধ আইনে (Unlawful Activities Prevention Act) মামলা রুজু হয়েছে হবিবুল্লার বিরুদ্ধে এবং তদন্ত চলছে। জানা গেছে,হাবিবুল্লাহকে জেরা করে গোয়েন্দারা তার আরও ৩ সহযোগীর নাম জানতে পারে । তার মধ্যে আজ হাওড়া রেলস্টেশন থেকে হেরাজ শেখকে পাকড়াও করে পুলিশ । বাকি দু’জনকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টাক্স ফোর্স ।।