এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ কোরিয়া,২৫ জুন : দক্ষিণ কোরিয়ায় লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় আগুন লেগে ২২ জনের মৃত্যু হয়েছে । ঘটনাটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের দক্ষিণাঞ্চলে ঘটনাটি ঘটেছে।একজন দমকল কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ২০ জন বিদেশি ও দুই দক্ষিণ কোরিয়ার নাগরিক রয়েছে । ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ জন চীনা, একজন লাওসের এবং অপরজনের পরিচয় স্পষ্ট নয়। একই সময়ে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক-ইওল দেশটির কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং লোকদের উদ্ধারে সমস্ত কর্মী ও সুযোগ-সুবিধা ব্যবহার করতে বলেছেন।
জানা গেছে,লিথিয়াম ব্যাটারি বিস্ফোরণের আশঙ্কা বেশি । আর এই কারখানার দ্বিতীয় তলায় প্রায় ৩৫ হাজার ব্যাটারি ছিল । প্রায় ছয় দিন আগে এদেশের গিলান প্রদেশের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত নয়জন রোগীর মৃত্যু হয়।।