এইদিন স্পোর্টস নিউজ,২৫ জুন : গতকাল ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা করতে নেওয়ার সুযোগ ছিল তাদের । নির্দিষ্ট করে বললে আগে ব্যাট করলে ৬২ রান ও পরে ব্যাট করলে ১৩ ওভারের আগেই ম্যাচ জিততে হতো বাংলাদেশকে । তবে আর্নস ভ্যালে স্টেডিয়ামে আফগানিস্তান লক্ষ্যটা আরও সহজ করে দিয়েছিল। কিন্তু তাতেও পারল না বাংলাদেশ। সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে আট রানে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আফগানিস্তান ৷ অন্যদিকে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ । তারা সুপার এইটে একটিও ম্যাচ জিততে পারেনি ।
সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশকে ১২.১ ওভারের মধ্যেই আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য পার করতে হতো। তবে এই সময়ের মধ্যে যদি আফগানিস্তানের সমান স্কোরও করতে পারে তবে পরের চার বলের মধ্যে একটা ৬ মারলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল তাদের । কিন্তু সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় সেমিফাইনালে খেলার আশা পূরণ হলো না বাংলাদেশের ।
আজ মঙ্গলবার আফগানিস্তান টসে জিতে ব্যাট করতে নামে। ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ছাড়া আর কেউ খুব একটা ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেননি। গুরবাজ ৪৩ রান করেন। তাকসিন আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে বিপাকে পড়ে আফগান ব্যাটসম্যানরা। তারা ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান করতে সক্ষম হয়।কিংসটনে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বৃষ্টি আইনে ৮ রানে জয় পায় আফগানরা।বাংলাদেশের হয়ে এদিন দলকে একাই টেনেছেন ওপেনার লিটন দাস। ৫৪ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে জয়ের সুবাদই দিচ্ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত লিটনও দলকে জেতাতে পারেননি ।
আফগানিস্তানের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেন অধিনায়ক রশিদ খান। ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট পেয়েছেন তিনি। তবে ৩.৫ ওভারে ২৬ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের জয়ের নায়ক এদিন নাভিন উল হক। ম্যাচের শেষ দুই বলে তাসকিন ও মোস্তাফিজকে আউট করেন তিনি। নাভিন উল হক ম্যাচ সেরাও হয়েছেন । বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২৬ রানে ৩ উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও মুস্তাফিজ।।