এইদিন ওয়েবডেস্ক,সুরাট,২৪ জুন : হিন্দুরা কোনো মুসলিমকে ঘরভাড়া দেবে না জেনে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধর্মপরিচয় গোপন রেখে ভূয়ো পরিচয়পত্র বানিয়ে ভারতে বসবাস শুরু করেছে । তারই নজির পাওয়া গেল গুজরাটের সুরাটে । গুজরাটের সুরাট এসওজি এমন একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে ৷ ওই বাংলাদেশী মুসলিম যুবক ভুয়া ভারতীয় পরিচয় দিয়ে বহালতবিয়তে সুরাটে বসবাস করছিল । তার প্রকৃত নাম মিনার হেমায়াত (Minar Hemayat)। কিন্তু সে শুভ সুনীল দাস নামে একটি জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করছিল । শুধু তাইই নয়,ওই পরিচয়পত্রের সাহায্যেই সে কাতারের রাজধানী দোহায় গিয়ে ২ বছর ধরে কাজও করে এসেছে বলে জানতে পেরেছে পুলিশ । ভারতে সে বেআইনি কার্যকলাপে যুক্ত ছিল বলে জানা গেছে ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মিনার হেমায়াত একজন বাংলাদেশী মুসলিম। সুরাটের উনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুভ সুনীল দাসের নামে তার বেশ কিছু জাল হিন্দু পরিচয়পত্র উদ্ধার করেছে সুরাট এসওজি । অভিযুক্তদের কাছ থেকে জন্ম সনদ, স্কুল এন্ট্রি ও লিভিং সার্টিফিকেট, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য নথিসহ বেশ কিছু বাংলাদেশি নথি উদ্ধার করা হয়েছে। ভারতীয় নথিগুলির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্কুল ছাড়ার শংসাপত্র, আধার কার্ড, কাতারের আবাসিক পারমিট কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং বাড়ি ভাড়া চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।
ধৃত বাংলাদেশি প্রতারককে জেরা করে তদন্তকারী দল জানতে পেরেছে যে মিনার হেমায়াত, ২০২০ সালে পশ্চিমবঙ্গের সাতক্ষীরা সীমান্ত হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসেন । সে নদীয়া জেলায় এসে হিন্দু পরিচয়ে জাল নথি তৈরি করায় । ওই জাল নথি ব্যবহার করেই সে ভারতীয় পাসপোর্ট জুটিয়ে ফেলে । সেই পাসপোর্ট নিয়ে সে কাতারের দোহাতে কাজ করতে চলে যায় । ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দু’বছর সে দোহায় কাজ করে । পরদ সে সুরাটে ফিরে এসে একটি নির্মাণ সংস্থায় কাজে লাগে ।
প্রসঙ্গত,বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ভারতের মাথাব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে । অনুপ্রবেশকারীরা মূলত পশ্চিমবঙ্গকে করিডর হিসাবে ব্যবহার করছে । পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে তারা ভারতীয় পরিচয়পত্র জুটিয়ে নিচ্ছে এবং দেশজুড়ে অবাধে ঘোরাফেরা করছে বলে অভিযোগ । সম্প্রতি মহারাষ্ট্র এটিএস অনেক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে প্রকাশ করা হয়েছে যে তাদের মধ্যে কেউ কেউ সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে জাল নথির ভিত্তিতে ভোটও দিয়েছিল। তদন্তে জানা গেছে, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গুজরাট থেকে তাদের জাল পাসপোর্ট তৈরি করে বিদেশে চাকরির জন্য ব্যবহার করত। কিছু লোক ভুয়া ভারতীয় নথি ব্যবহার করে সৌদি আরবে গিয়েছিল।
এদিকে শনিবার ত্রিপুরা পুলিশ জানিয়েছে, ট্রেনে চড়ার চেষ্টা করার সময় আগরতলা রেলওয়ে স্টেশনে ছয় মহিলা সহ মোট নয়জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) একজন আধিকারিক জানিয়েছেন যে ২০ থেকে ৪৫ বছর বয়সী নয়জন বাংলাদেশি নাগরিকই অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে এবং আগরতলায় বসবাস করছিল । আটক মহিলারা জিআরপি আধিকারিকদের জানিয়েছে যে তারা চাকরির সন্ধানে দিল্লি এবং বেঙ্গালুরুতে যেতে চেয়েছিল। ত্রিপুরায় দুই মাসেরও কম সময়ে মোট ৫৫ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই গোপন পথ দিয়ে ভারতের বিভিন্ন স্থানে চাকরির সন্ধানে প্রবেশ করেছিল বলে জানা গেছে ।।