এইদিন ওয়েবডেস্ক,হুগলি,২৪ জুন : হুগলিতে ফের মানুষের হিংসার শিকার হল পথ কুকুর । রাস্তার উপরে খেলা করা ৩ পথ কুকুর শাবককে ইচ্ছাকৃতভাবে গাড়ির চাকায় পিষে দিয়ে পালালো চালক । হুগলি জেলার সিঙ্গুর থানার মাছ বাজারের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে । হত্যাকাণ্ডের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে । ভিডিওতে দেখা গেছে রাস্তার পাশে আপন মনে খেলা করছিল তিন কুকুর শাবক । একজন হকার সাইকেলে চড়ে তাদের পাশ দিয়ে সন্তর্পণে চলে যায় । তার কয়েক সেক্রন্ডের মধ্যেই বিপরীত দিক থেকে একটা চার চাকার গাড়ি আসে । গাড়িটির গতিও খুব কম ছিল । গাড়ির যাওয়ার যথেষ্ট জায়গা থাকলেও চালক তিন কুকুর শাবককে ইচ্ছাকৃতভাবে পিষে দিয়ে পালায় ।
এদিকে এই ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । গাড়ির নম্বর ডবলু বি ১৬ বিএল ২৮৩৮ দেখে মালিককে চিহ্নিত করে স্থানীয় পশুপ্রেমী সংগঠন এ্যানিমেল লাভার্স -এর সদস্যরা তার কাছে গিয়ে কুকুর শাবকগুলির অকারণ হত্যার প্রতিবাদ করেন । কিন্তু ঘাতকের মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র লক্ষণ দেখা যায়নি বলে অভিযোগ । অভিষেক নামে একজন পশুপ্রেমীর অভিযোগ,’ওই ব্যক্তির মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না । উলটে সে আমাদের মুখ বন্ধ রাখতে টাকার প্রলোভন দেয়,হুমকিও দেখায় ।’ এই ঘটনায় সিঙ্গুর থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । তিনি জানান, সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ এখনও মামলা রুজু করেনি । থানা থেকে জানানো হয় পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু রাত সাড়ে দশটা পর্যন্ত পুলিশ কোনো অভিযোগ দায়ের ও সিজার লিস্ট ছাড়াই কুকুর শাবকদের দেহ উদ্ধার করতে আসে ।
দেখুন ভিডিও 👇
জানা গেছে,পুলিশ কুকুর শাবকদের দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় । ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা সরব হন । আজ সোমবার সকালে সিঙ্গুরের মাছ বাজারের ব্যবসায়ী ও পশুপ্রেমীরা সিঙ্গুর থানায় বিক্ষোভ প্রদর্শন করবেন বলে ঘোষণা করা হয়েছে । ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় পশুপ্রেমী সংগঠন আশ্রয় ( হোম এন্ড হসপিটাল ফর এ্যানিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন) ৷ সংগঠনের তরফে জানানো হয়েছে যে ঘাতক গাড়ি মালিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে ।।