শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৩ জুন : গ্রামে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস । পাশাপাশি ধর্মরাজের মন্দির ও মসজিদ । তারই মাঝে ব্যাপক পুলিশি নিরাপত্তায় চলছে ধর্মরাজের বাৎসরিক উৎসব । পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা ধেনুয়া গ্রামের ধর্মরাজের পূজোর সূচনা ঠিক কবে হয়েছিল তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি । গ্রামবাসীদের কথায়, শতাব্দী প্রাচীন এই পূজো । প্রতিবছর জ্যেষ্ঠ পূর্ণিমা তিথিতে বাৎসরিক পূজো শুরু হয় । চলে ৫ দিন ধরে । অনেকে সন্ন্যাস নেন । এবারে দুই শতাধিক যুবক সন্ন্যাস ব্রত পালন করছে বলে জানা গেছে । পূজোয় পশুবলির প্রচলন রয়েছে ।
তবে এই গ্রামের বৈশিষ্ট্য হল হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের পাশাপাশি শান্তিপূর্ণ সহবস্থান । যা এক কথায় নজিরবিহীন । ফুট কুড়ি দুরত্বের মধ্যেই রয়েছে মন্দির ও মসজিদ । মন্দিরটি ১৩৭৪ বঙ্গাব্দের ৩ মাঘ স্বর্গীয় সুশীলচন্দ্র মুখোপাধ্যায়ের স্মৃতিতে প্রতিষ্ঠা করেছিলেন জলধি কুমার দেবী নামে জনৈক এক মহিলা । নিয়ম মেনে মসজিদে আজান ও ধর্মরাজের নিত্যসেবা চলে । গ্রামবাসী চাঁদু ঘোষ, দিলীপ অধিকারীরা বলেন,’আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে ধর্মরাজের পূজা চলে আসছে । আর শান্তিপূর্ণ ভাবেই পূজো হয় ৷’ পূজো উপলক্ষে হিন্দু পরিবারগুলির আত্মীয়স্বজনরা দেনুর গ্রামে আসেন । তবে ধর্মরাজের বাৎসরিক পূজোয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়না বা মেলা বসেনা বলে জানিয়েছেন গ্রামবাসীরা ।।