এইদিন স্পোর্টস নিউজ,২২ জুন : ভারতে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে ভাল আতিথেয়তা উপভোগ করার পরে, আফগান দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে । তবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসের রাজধানী ব্রিজ টাউনের যে হোটেলে তারা উঠেছে সেখানে হালাল মাংস না পাওয়ায় চরম ক্ষুব্ধ আফগানিস্তানের ক্রিকেটাররা । শেষ পর্যন্ত খেলোয়াড়েরা নিজেরাই পশু জবাই করে রান্না করে খাওয়া দাওয়া করে ।
একজন আফগান খেলোয়াড় বলেছেন,’নিশ্চিত নই যে সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ তাদের মেনুতে হালাল মাংস অন্তর্ভুক্ত করবে কিনা। আমাদের হোটেলে হালাল মাংস পাওয়া যায় না,তাই কখনও কখনও আমরা নিজেরাই রান্না করি বা কখনও বাইরে যাচ্ছি ।’ অন্য একজন খেলোয়াড় বলেছেন,’আমরা সেন্ট লুসিয়াতে হালাল মাংস খেয়েছি কিন্তু এটি সব জায়গায় পাওয়া যায় না। একজন বন্ধু আমাদের জন্য হালাল মাংসের ব্যবস্থা করেছিল এবং আমরা নিজেরাই রান্না করে খেয়েছি ।’
আফগানিস্তান প্রথম সুপার ৮ ম্যাচে,বার্বাডোসের কেনসিংটন ওভালে ভারতের বিপক্ষে ৪৭ রানে হেরেছে । দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ জুন খেলতে নামবে । এই ম্যাচেও আফগানিস্তানের জয়ের কোনো আশা নেই বলে মনে করা হচ্ছে ।।